Advertisment

সহকারীর সঙ্গে লিভ-ইন করেন রেখা! 'ভুল শুধরে নিন..', হুংকার অভিনেত্রীর বায়োগ্রাফারের

রেখা-ফারজানা বিতর্ক তুঙ্গে!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rekha, rekha story, rekha live in relationship, rekha controversy, rekha with farjana, রেখা, রেখা বিতর্ক, রেখার খবর, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

রেখা

রেখা... নামটির সঙ্গেই জড়িয়ে রয়েছে গ্ল্যামার - বিতর্ক - একাধিক হিট ছবি। নায়কদের সঙ্গে সম্পর্কের সঙ্গে সঙ্গে তাঁর বিয়ে নিয়েও রয়েছে লক্ষাধিক গুজব। বিশেষ করে তাঁর সিঁথির সিঁদুর নানান মন্তব্যের জন্ম দেয়। এবার, নাকি গুজব এমনই তাঁর সহকারী ফারজানার সঙ্গে এক বিশেষ সম্পর্ক রয়েছে তাঁর।

Advertisment

সাবেকি সাজ, বেশিরভাগ সময় পরনে সাউথ ইন্ডিয়ান শাড়ি সঙ্গে, গাঢ় রঙের লিপস্টিক - রেখার আইকনিক সাজ চমকে দেয় সকলকে। কোনও অনুষ্ঠান হোক অথবা অ্যাওয়ার্ড ফাংশন, ফারজানাকে তাঁর সঙ্গেই দেখা যায়। সেই নিয়েই কিছুদিন ধরে গুজব ছড়িয়েছে। রেখাকে নিয়ে লেখা ইয়াসির উসমানের একটি বই রেখা দ্যা আনটোল্ড স্টোরিতে নাকি এমনই কিছুর উল্লেখ রয়েছে! বলিউডের গোল্ডেন এরার নায়িকাকে নিয়ে যা নয় তাই বলে বেড়াচ্ছেন বেশিরভাগ।

আরও পড়ুন < ‘সব সময়ের হিসেব, বুঝবে…’, অসুস্থ ছেলে রাজ্যকে কোলে নিয়েই বিরাট ইঙ্গিত দিলেন পরীমণি >

কিন্তু, এই ঘটনা আসলেই মিথ্যে। লেখক বলেন, "তাঁর লেখার সঙ্গে এহেন কিছুর মিল নেই। শুধু তাই নয়, তাঁরা দুজনে লিভ ইন করেন বা কাছাকাছি থাকেন এটা সম্পূর্ন মিথ্যে কথা। আমি আমার বইয়ের কোথাও এই শব্দ ব্যাবহার করি নি। আমার লেখা শব্দের খারাপ অর্থ বের করা হয়েছে। অতিরঞ্জিত প্রয়োগ দেখিয়ে হইচই সৃষ্টি করা হচ্ছে। অন্তত, রেখা এবং তাঁর ব্যক্তিগত সচিবের মধ্যে যে যৌন সম্পর্ক রয়েছে একথা আমি লিখিও নি।"

ক্লিকবেইট জার্নালিজমের শিকার হয়েছেন তিনি। তাঁর লেখার পাণ্ডুলিপি বিচার করলেই আসল সত্যি জানা বলে দাবি করেছেন। এমনকি তিনি এও বলেন, যদি না প্রতিবেদন এর লেখা বদলানো হয় তবে, আইনি পদক্ষেপ নিতেও পিছপা হবেন না তিনি।

bollywood Entertainment News
Advertisment