Rekha- Amitabh: আদার জৈনর ওয়েডিং পার্টিতে জমকলো সাজ, অমিতাভের সঙ্গে রেখার শাড়ির কোন বিশেষ যোগ?

Aadar Jain wedding party: ২১ ফেব্রুয়ারি আদার জৈনর ওয়েডিং পার্টিতে ক্যামেরাবন্দি রেখার জমকালো সাজ। তাঁর পরনে যে শাড়িটি ছিল সেটির সঙ্গে বিগ বি-র একটি বিশেষ যোগ রয়েছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
csdcs

অমিতাভের সঙ্গে রেখার শাড়ির কোন বিশেষ যোগ?

Rekha Saree: কাপুর পরিবারে এখন বিয়ের মরশুম। তুতো ভাই আদার জৈনর বিয়ে নিয়ে এখন উৎসবের আমেজে মাতোয়ারা তারকা পরিবার। ২১ ফেব্রুয়ারি আদার ও আলেখার হিন্দুরীতি মেনে বিয়ের অনুষ্ঠানে হাজির ছিল বলিউডের সেলেবরা। স্টার স্টাডেড ওয়েডিং পার্টিতে নজর কেড়েছেন নবাব বেগম করিনা কাপুর খানের গ্ল্যাম লুক। আলিয়ার সাদামাটা সাজসজ্জা নিয়েও চলছে চর্চা।

Advertisment

অন্যদিকে আদার-আলেখার বিয়ের পার্টিতে আরও একবার লাইমলাইট ছিনিয়ে নিলেন বলিউডের কিংবদন্তী অভিনেত্রী রেখা। যে কোনও পার্টিতেই রেখার গর্জাস লুকের তারিফ করেন সেলেব থেকে ভক্তরা। এবারেও তার ব্যতিক্রম হল না। রেখার গ্ল্যামারাস অবতার দেখে বোঝার উপায় নেই বয়স এখন ৭০। 

রেখার সৌন্দর্য নিয়ে চর্চা হচ্ছে, তখন পেজ ৩ খবরে উঠে এসেছে রেখার শাড়ি প্রসঙ্গ। যার সঙ্গে রয়েছে অমিতাভ বচ্চনের বিশেষ কানেকশন। আদার-আলেখার ওয়েডিং পার্টিতে রেখা যে শাড়িটি পড়েছিলেন আজ থেকে ২০ বছর আগে একটি ছবির প্রিমিয়ারে পরেছিলেন। অমিতাভ বচ্চন ও রানি মুখোপাধ্যায় অভিনীত ২০০৫ সালের ব্লকবাস্টার মুভি ব্ল্যাকের প্রিমিয়ারে এই শাড়িটি-ই পরেছিলেন রেখা।

Advertisment

তবে সেখানে ছিল অন্য ব্লাউজ। প্রসঙ্গত, রেখা-অমিতাভের সম্পর্ক নিয়ে চর্চা আজও জারি। একধিক সাক্ষাৎকারে রেখা সম্পর্কের কথা স্বীকারও করে নিয়েছেন। কিন্তু, বিগ বি কখনই অতীত নিয়ে খুল্লামখুল্লা কথা বলেন না। অমিতাভ এখনও সিনেমা জগতের সঙ্গে যুক্ত থাকলেও রেখা অভিনয়কে একপ্রকার 'গুডবাই' বলে দিয়েছেন। এখন শুধু কোনও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বা সিনেমার প্রিমিয়ারে ক্যামেরিবন্দি হন রেখা।

আদার-আলেখার ওয়েডিং পার্টিতে হাতজোড় করে সেলেব প্যাপেদের দিকে উড়ন্ত চুমুও ছুঁড়ে দেন। বয়স তাঁর কাছে সংখ্যামাত্র। গ্ল্যামারে অনায়াসে জেন ওয়াইয়ে টেক্কা দেন রেখা। প্রসঙ্গত, ২০২৩-এ সোশ্যাল মিডিয়ায় আদার জৈনর সঙ্গে সম্পর্কে সিলমোহর দেন আলেখা। গত বছরই গোয়ায় খ্রীষ্টান মতে বিয়ে সেরেছেন আদার-আলেখা। এবার হিন্দু মতে সাত পাকের বন্ধনে বাঁধা পড়লেন। 

amitabh bachchan bollywood movie Bollywood News bollywood actress Bollywood Actor Bollywood Couple Bollywood Wedding Rekha Aadar Jain