/indian-express-bangla/media/media_files/2024/12/07/AXVhHmRGYzIQ7X3p6FqL.jpg)
রেখার ইচ্ছের কথা শুনে কী উত্তর দেন লতা?
দ্যা গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মার মঞ্চে হাজির হয়েছিলেন রেখা। সেখানেই তৎকালীন ইন্ডাস্ট্রির নানা গল্প শেয়ার করতে শুরু করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। একদম আদ্যোপান্ত সাউথ ইন্ডিয়ান সেজে এসেছিলেন তিনি। আর তখনই শোনালেন তাঁর সঙ্গে লতা মঙ্গেশকরের একটি গল্প।
তখন, রেখা ইন্ডাস্ট্রির লিডিং লেডি। আর তাঁর জন্য বহু গান গেয়েছেন কিংবদন্তি লতা মঙ্গেশকর। তাই একবার জন্মদিনে রেখাকে আমন্ত্রণ জানিয়েছিলেন কোকিল কণ্ঠী। সেই নিমন্ত্রণ রক্ষা করতে তাঁর বাড়িতে পৌঁছেছিলেন রেখা। আর সেখানে গিয়েই, এমন এক ঘটনা ঘটেছিল যা আজও মনে রেখেছেন তিনি। লতা মঙ্গেশকরের সামনে একটি আর্জি রেখেছিলেন তিনি। যার উত্তরে...
রেখা জানান, "আমি উনার বাড়িতে গিয়েছিলাম। যথারীতি স্টেজের সামনে বহু মানুষ। তো, আমি উঠলাম, উনার সামনে গেলাম। গিয়ে বললাম, যে লতা দিদি আমি আপনার অন্ধ ভক্ত। আমি আপনার গানের যে কি পরিমান গুণগ্রাহী আপনি জানেন না। আর আজ আমি আপনাকে বলতে চাই, জানি না ভগবান শুনছেন কী না, তবে পরের জন্মে যদি আমার সন্তান হয় তাহলে যেন আপনাকে কন্যা সন্তান হিসেবে পাই।"
আর রেখার এই কথা শুনেই লতা মঙ্গেশকরের উত্তর ছিল মনে রাখার মতো। তিনি, যখন কথাও বলতেন শুনতে এমন হত কোকিলই ডাকছে। আর সেই চেনা কন্ঠে রেখার এই মনের আর্জি শুনে প্রয়াত শিল্পী উত্তর দিয়েছিলেন...
"আগামী জন্ম কেন? আমি এই জন্মেই আপনার মেয়ে।" রেখা তখন বাকরুদ্ধ। হঠাৎ কী শুনে ফেললেন তিনি যেন বুঝে উঠতে পারছেন না। রেখা বলেন, "উনি ঠিক তারপরেই আমার সামনে এলেন। আর মাম্মা - মাম্মা বলে ডাকতে শুরু করলেন। আমি তো অবাক। কিন্তু হ্যাঁ, উনি আমার স্বপ্ন পূরণ করেছিলেন।"