বলিউডে ফের দুঃসংবাদ! হার্ট অ্যাটাক কোরিওগ্রাফার-পরিচালক রেমো ডি'সুজার

বছর শেষে ফের খারাপ খবর বিনোদুনিয়ায়।

বছর শেষে ফের খারাপ খবর বিনোদুনিয়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Remo-DSouza.

২০২০ সালে ফের খারাপ খবর। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কোরিওগ্রাফার-পরিচালক রেমো ডি'সুজা। বর্তমানে মুম্বইয়ের কোকিলা বেন হাসপাতালের আইসিইউতে ভর্তি তিনি। তাঁর স্ত্রী লিজেল ডি'সুজা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, রেমোর হৃদযন্ত্রে ব্লকেজ দেখা গিয়েছে। চিকিৎসকরা অ্যাঞ্জিওগ্রাফি করেছেন। তিনি এখন আইসিইউতে রয়েছেন। আগামী ২৪ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ।

Advertisment

কোরিওগ্রাফি ছাড়াও পরিচালক হিসাবে বেশ কয়েকটি ছবি বানিয়েছেন রেমো। ৪৬ বছরের পরিচালক স্ট্রিট ডান্সার থ্রি-ডি, এবিসিডি, এবিসিডি ২, ফ্লাইং জাটের মতো বলিউড ছবি পরিচালনা করেছেন তিনি। পরিচালনা ছাড়াও ডান্স ইন্ডিয়া ডান্স, ডান্স প্লাস, ঝলক দিখলা যা-র মতো ডান্স রিয়ালিটি শোয়ের বিচারক হিসাবে তাঁকে দেখা গিয়েছে টিভির পর্দায়। তবে তাঁর হার্ট অ্যাটাকের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে বিনোদুনিয়ায়।

বিস্তারিত আসছে...

Advertisment

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Entertainment News Remo D'Souza Heart Attack