scorecardresearch

বড় খবর

‘মাস্ক খুলুন’, কিয়ারার মুখ দেখতে চাইল জওয়ান, ভাইরাল ভিডিওয় ধোনি বায়োপিক প্রসঙ্গ

Kiara Advani Viral: এক নেটিজেনের মন্তব্য, ‘দেশ আগে। সেলিব্রিটি তো কী! জওয়ানদের কাছে কর্তব্য আগে।‘

Kiara Advani, Viral Post, Airport
বিমানবন্দরে কিয়ারা। ছবি: বারিন্দর চাওলা

Kiara Advani Viral: মাস্ক খুলুন মুখটা দেখি। সম্প্রতি বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানের এমন অনুরোধে বিড়ম্বনায় কিয়ারা আদবানিকে। যদিও এতে কোনও ভুল দেখছেন না নেটিজেনরা। সেই জওয়ান নিজের কর্তব্য করেছেন। এমনটাই নেট দুনিয়ার দাবি। কয়েকজন আবার ধোনির বায়োপিকের প্রসঙ্গ উসকে ‘কর্ম’ বলেও ব্যাঙ্গ করেছেন। ঠিক কী হয়েছিল? এক চিত্র সাংবাদিক ইনস্টাগ্রামে পোস্ট সেই একটি ভিডিও পোস্ট করেছেন।

সেই ভিডিওয় দেখা গিয়েছে, কিয়ারা আদবানিকে বিমানবন্দরে কর্তব্যরত জওয়ান অনুরোধ করছেন মাস্কটা খুলুন মুখটা দেখি। করোনাকালে বিমানবন্দরের প্রবেশপথে এমন অনুরোধ সব যাত্রীকেই করেন কর্তব্যরত জওয়ানরা। কিয়ারার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি।

আর এই ভিডিও ঘিরেই শোরগোল নেট দুনিয়ায়। কিয়ারা, ধোনি বায়োপিকে মাহিকে একদম প্রথম দেখায় চিনতেই পারেনি। বরং ধোনির পরিচয়পত্র দেখাতে বলেছিলেন অনস্ক্রিন সাক্ষী। বাস্তবে সেই আচরণের মূল্য চোকালেন কিয়ারা। এভাবে ব্যাঙ্গ করেছেন অনেক নেটিজেন। একজন লিখেছেন, ‘ধোনি বায়োপিকে মাহির পরিচয়পত্র চেয়ে নিজের কর্তব্য করেছেন কিয়ারা। এখানেই সেই কাজ করলেন ওই সিআইএসএফ জওয়ান।‘ একজন আবার একধাপ এগিয়ে তাঁকে ‘কবির সিংয়ের বান্দি’ বলেও খোঁচা দিয়েছেন। ২০১৯-এ মুক্তিপ্রাপ্ত কবির সিং ছবিতে শহিদ কাপুরের বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা। সেই প্রসঙ্গেই এই মন্তব্য।

এক নেটিজেনের মন্তব্য, ‘দেশ আগে। সেলিব্রিটি তো কী! জওয়ানদের কাছে কর্তব্য আগে।‘ কয়েকজন নেটিজেন আবার তাঁর পোশাক নিয়েও ব্যাঙ্গ করেন। এদিকে, এমএস ধোনি: দা আনটোল্ড স্টোরি-সহ কবির সিং একাধিক ছবিতে অভিনয় করেছেন কিয়ারা। তাঁর মুক্তির অপেক্ষায় থাকা ছবির মধ্যে রয়েছে শেরশাহ। কার্গিল যুদ্ধের নায়ক ক্যাপ্টেন বিক্রম বাত্রার বায়োপিক করণ জোহর প্রযোজিত এই ছবি। ১২ অগাস্ট অ্যামাজন প্রাইম ভিডিওয় মুক্তি পাবে এই ছবি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Remove mask identify yourself cisf personnel told kiara advani during security check entertainment