হল না শেষরক্ষা, প্রয়াত মুম্বইয়ের জনপ্রিয় বাঙালি অভিনেতা আশীষ রায়

দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি।

দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Ashiesh-Roy

লকডাউনের সময় থেকেই কিডনির সমস্যায় ভুগছিলেন অভিনেতা আশীষ রায় (Ashiesh Roy)। সপ্তাহে ৪ দিন করে ডায়ালিসিস করাতে গিয়ে একপ্রকার দেউলিয়াই হয়েগিয়েছিলেন অভিনেতা। যদিও সহকর্মীরা কিছুটা হলেও আর্থিক সাহায্য করেছিলেন 'সসুরাল সিমর কা' খ্যাত এই অভিনেতাকে। কিন্তু শেষ রক্ষা আর হল না! মঙ্গলবার নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিডনি অচল হওয়ার কারণেই টেলিপর্দার জনপ্রিয় অভিনেতার মৃত্যু হয়েছে, বলে জানা গিয়েছে।

Advertisment

দীর্ঘদিন ধরেই ভুগছিলেন আশীষ রায়। চলতি বছরের মে মাসে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে অনেক দিন ধরেই আইসিইউতে ছিলেন তিনি। পরের দিকে অবশ্য ২ লক্ষ টাকা বিল মিটিয়ে বাড়িতে চসে আসেন। কারণ অভিনেতার পক্ষে আর চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভবপর হচ্ছিল না। আশীষ রায়ের এক কর্মীই ইন্ডিয়ান এক্সপ্রেস-এর কাছে অভিনেতার মৃত্যুর খবরের সত্যতা প্রকাশ করেছে।

ওই ব্যক্তি জানিয়েছেন, "গতকাল ভোররাত ৩টে ৪৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিডনির সমস্যায় ভুগলেও গত কয়েক সপ্তাহ ধরে খানিক সুস্থ হয়ে উঠেছিলেন। আজ সন্ধেতেই আশীষবাবুর বোন কলকাতা থেকে মুম্বইতে উড়ে আসবেন। তারপরই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।" অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন হনসল মেহেতা, অশ্বিনী চৌধুরির মতো একাধিক তারকা।

Advertisment