Advertisment

প্রকৃতির মাঝে রোম্যান্সে মগ্ন জিতু-নবনীতা, শৈলশহরে মজেছেন টেলিদম্পতি

দেখুন জিতু-নবনীতার ট্যুর ডায়েরি।

author-image
IE Bangla Web Desk
New Update
jeetu

অতিমারী আবহ এখনও চলছে। তবে লকডাউন অনেকটাই শিথিল। লকডাউনের বন্দিজীবন, কংক্রিটের শহর আর কাজের ব্যস্ততার মাঝে কোথায় যেন জীবনটা থমকে গিয়েছিল। অতিমারীর দিনগুলোতেও পরিবার-স্বজন ছেড়ে কাটিয়েছেন দুজন। 'মহাপীঠ তারাপীঠ'-এর শুটিংয়ে ফেরার সময়ও ভয়ে ভয়ে ছিলেন তাঁরা। তবে এবার লকডাউন খানিক হালকা হতেই ব্যাগ-পত্তর গুছিয়ে বেরিয়ে পড়লেন জিতু-নবনীতা। শৈলশহরে সুবজ চা-বাগান ঘেরা প্রকৃতির মাঝেই রোম্যান্সে মজলেন টেলিদম্পতি।

Advertisment

তা কোথায় গিয়েছেন জিতু কমল (Jeetu Kamal) আর নবনীতা দাস (Nabanita Das)? তা অবশ্য খোলসা করেননি টেলিদম্পতি। তবে পাহাড়ের কোলে যে দিব্যি মজা করছেন জিতু-নবনীতা, তা তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ রাখলেই বোঝা যায়। কখনও কুছ কুছ হোতা হ্যায় গানের ছন্দে পোজ দিতে দেখা গেল তাঁদের। আবার কখনও বা হোটেলের ছাদে দাঁড়িয়ে নাচে মেতেছেন। সেসব মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিজেরাই দিয়েছেন ইনস্টাগ্রামে। আর টেলিভিশনের এই জনপ্রিয় দম্পতির কান্ড-কারখানা দেখে মজেছেন তাঁদের অনুরাগীরা।

View this post on Instagram

A post shared by Nabanita❤ (@nabanita.das)

View this post on Instagram

A post shared by Nabanita❤ (@nabanita.das)

View this post on Instagram

A post shared by Nabanita❤ (@nabanita.das)

View this post on Instagram

A post shared by Nabanita❤ (@nabanita.das)

Jeetu Kamal Nabanita Das
Advertisment