শনিবারই ফুসফুসে সংক্রমণের জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন নির্মলা মিশ্র। যার জেরে খ্যাতনামা গায়িকাকে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। নির্মলা মিশ্রর (Nirmala Mishra) অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই বাংলার শিল্পীমহলে উদ্বেগের সৃষ্টি হয়। প্রবীণ গায়িকা কেমন আছেন এখন? আগের তুলনায় অনেকটাই ভাল রয়েছেন বলে জানা গিয়েছে সূত্রের খবরে। প্রবীণ গায়িকার শারীরিক পরিস্থিতির খোঁজখবর নিতে সোমবার হাসপাতালে পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম।
জানা গিয়েছে, নির্মলা মিশ্রকে আপাতত জেনারেল বেডে দেওয়া হয়েছে। বাড়ির সদস্যদের চিনতে পারছেন। অল্প-বিস্তর কথাও বলছেন। আজ সকালে নিজেই তরল খাবার খেয়েছেন। তবে ভারী খাবার খাওয়ানো হবে রাইস টিউবে। তবে এখনই তাঁকে ছুটি দেওয়ার কথা ভাবছেন না চিকিৎসকরা। কমপক্ষে আরও দিন দুয়েক পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। অন্যদিকে প্রবীণ গায়িকার কোভিড টেস্টও করা হয়েছে। তবে সোমবার বেলা অবধি সেই রিপোর্ট আসেনি। এদিন সন্ধেতেই পাওয়া যাবে তাঁর কোভিড টেস্টের রিপোর্ট।
চিকিৎসকদের কথায়, সব ঠিক থাকলে অর্থাৎ শারীরিক অবস্থার অবনতি যদি আর না ঘটে, তাহলে আগামী দু-তিন দিনের মধ্যেই ছুটি দেওয়া হবে নির্মলা মিশ্রকে। কারণ, সম্প্রতি মাইল্ড অ্যাটাকও হয়েছে তাঁর।
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছেন এই বর্ষীয়ান সংগীতশিল্পী। শনিবার বিকেলে বেশিমাত্রায় অসুস্থ হয়ে পড়েন তিনি। জানা গিয়েছে, রক্তচাপ (Blood Pressure) অত্যন্ত কমে গিয়েছিল। তাই কোনওরকম ঝুঁকি না নিয়েই তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চিকিৎসকরা। সেই মতো তাঁকে দক্ষিণ কলকাতার (South Kolkata) একটি বেসরকারি হাসপাতালে ভরতিও করা হয়। সূত্রের খবর, তাঁর মূত্রনালিতেও সংক্রমণ ধরা পড়েছে। নির্মলা মিশ্রর অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই স্বর্ণযুগের গায়িকার আরোগ্য কামনায় রত বাংলার শিল্পীমহল।