Khadaan Review: 'তোমারে বধিবে যে, গোকুলে বাড়িছে সে..' কেমন হল দেবের 'খাদান'? পড়ুন রিভিউ

Khadaan Review: বহুবছর পর একদম নিজের চেনা জনারে ফিরেছেন দেব। খাদান যে আদ্যোপান্ত একটা কমার্শিয়াল ছবি, সেটা বেশিরভাগ জানেন। কেমন হল দেবের নতুন সিনেমা?

Khadaan Review: বহুবছর পর একদম নিজের চেনা জনারে ফিরেছেন দেব। খাদান যে আদ্যোপান্ত একটা কমার্শিয়াল ছবি, সেটা বেশিরভাগ জানেন। কেমন হল দেবের নতুন সিনেমা?

author-image
Anurupa Chakraborty
New Update
khadaan review

কেমন হল দেবের খাদান, জানাচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা Photograph: (ফাইল চিত্র )

‘কিছুটা জান লিব, কিছুটা জান দিব.....’, কখনও হাতে কুঠার, কখনও বা ছুরি আবার কখনও অন্য ধারালো অস্ত্র। ঐ যে দেব বলেছিলেন, ফ্যামেলি নিয়ে ব্যস্ত মানে কি অ্যাকশনটা ভুলে গিয়েছি? না! শেষ ৫ বছরে দেব এরকম মেদিনী কাঁপানো অ্যাকশন না করলেও যে নিজের রন্ধ্রে সেটাকে মিশিয়ে নিয়েছেন, অন্তত আজ সেটা পরিষ্কার।

Advertisment

দেব 'দ্যা ডোমিনার'কে এই ছবিতে প্রত্যেকটা পরতে পরতে পাবেন মানুষ। ছবির শুরু থেকে শেষ, অ্যাকশনের জেরে কানের পর্দা ঝনঝন করতে বাধ্য। গল্পের শুরুতেই এন্ট্রি হয় কয়লা মাফিয়া দুই বন্ধু শ্যাম মাহাতো অর্থাৎ দেব ( Dev ) এবং মোহন দাস অর্থাৎ যীশুর ( Jisshu Sengupta )। দুই বন্ধু, যাদের অটুট বন্ধন ঠিক লাল রাজা এবং নীল রাজার মত। যারা একে অন্যের পাশে থাকলে সমস্ত মুশকিল আসান! কয়লা খনির দুই কর্তা এবং বিধাতার লক্ষ্য শুধু অর্থ রোজগার নয়, বরং সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। তারপরই অনির্বাণ ( Anirban Chakraborty ) অর্থাৎ মান্ডির সঙ্গে তাঁদের পরিচয় হয়। এমন সময়ই শ্যামের জীবনে আসেন যমুনা অর্থাৎ বরখা বিস্ত। 

Advertisment

সময়ের চাকা ঘুরতে থাকে, এবং ধীরে ধীরে শ্যাম মোহনের যুগলবন্দী নানা কান্ড কীর্তিকে রূপ দিতে থাকে। কিন্তু ওই যে? অতি ভক্তি চোরের লক্ষ্মণ। বেশি বন্ধুত্বও চোখে বালির মত। শ্যাম মাহাতোর বাড়বাড়ন্ত বাধ সাধে তাঁর কাছের একজনেরই। হেট টু স্পয়েল, দেব অর্থাৎ শ্যাম কিন্তু ইন্টার্ভালের আগেই চোখ বোজেন। তাহলে? বাকি ছবিতে দেব কি নেই? কথায় বলে না একে শ্যামে রক্ষে নেই... তারপর আবার মধু তাঁর....? এই টুইস্ট না হয় স্ক্রিনেই রইল। আসা যাক গল্পে।

ধামাকাদার কমার্শিয়াল ছবিটিতে দেবের অ্যাকশন এবং রোম্যান্স চূড়ান্ত মাত্রায় থাকলেও গল্পের প্লটে আরেকটু বাঁধন থাকলে বোধহয় ভাল হত। ছবির প্রথম ভাগে টান টান উত্তেজনা থাকলেও, দ্বিতীয় ভাগ একটু স্লো মনে হতে পারে। কারণ, ঘুরে ফিরে সেই চেনা ছন্দ। বিরোধ - বিদ্বেষ এবং শেষে শত্রুতা থেকে বদলা। আড়াল থেকে ষড়যন্ত্র এবং ঘেন্নার এই কাহিনী আগেও বহুবার হয়েছে ইন্ডাস্ট্রিতে। যদিও বা কে আসলে কার শত্রু, এটা কিন্তু শেষ মুহূর্ত অবধি একটা সাসপেন্স।

আসা যাক অভিনেতাদের কথায়। দেব এবং মোহনের কেমিস্ট্রি মন কেড়ে নেবে। তবে, দীর্ঘদিন পর যীশু সেনগুপ্তকে দেখলে জয় গুরু না বলে উপায় নেই। মোহন দাসের ভূমিকায় যীশু না থাকলে বোধহয় এই ছবি সম্পূর্ন হত না। অত্যন্ত সাবলীলতার সঙ্গে অভিনেতা প্রত্যেকটা সিকোয়েন্স সামলেছেন। আরেকজন অবশ্যই, অনির্বাণ ভট্টাচার্য। গোটা সিনেমা জুড়ে যেন শুধু তিনিই খেলে গেলেন। যেমন তাঁর লুক তেমন গানে এক্সপ্রেশন। যীশু এবং অনির্বাণের মধ্যে টক্কর লাগলে বোঝা মুশকিল যে জিৎ হবে কার? আর রইল বাকি দেব। অভিনেতা নিজের অ্যাকশন থেকে ডায়লগ ডেলিভারিতে কাঁপিয়ে দিয়েছেন এটুকু বলতেই হবে। অভিনেতা জন ভট্টাচার্য রয়েছেন এই ছবিতে। তিনি কিন্তু অল্প সময়েই নিজের ট্যালেন্টকে তুলে ধরেছেন পর্দায়। তবে, দেবের সঙ্গে তাঁর যে....

আরও কিছু বিষয়, ছবির BGM টেক্কা দেবে বলিউড়কেও।  যারা আদ্যোপান্ত একটা কমার্শিয়াল ছবি দেখতে চান, মারকাটারি অ্যাকশন থ্রিলার ভালবাসেন, তাঁরা কিন্তু এই ছবি দারুণ উপভোগ করবেন। পিওর এনজয়মেন্ট এসেন্স থাকছে এই ছবিতে। কিন্তু...যাদের গল্প ভীষণ পছন্দ, তথাকথিত সুন্দর ড্রামা পছন্দ, তাঁদের মন নাও গলতে পারে। তবে, একটা কথা, শুধু পুষ্পা ২, কেজিএফ না, বাংলা ছবিও পারে মাস এন্টারটেনার হতে। 

  • ছবির নাম : খাদান
  • পরিচালক : সুজিত দত্ত
  • অভিনয়ে : দেব, যীশু সেনগুপ্ত, ইধিকা পাল, বরখা বিস্ত, স্নেহা বসু, অনির্বাণ চক্রবর্তী, জন ভট্টাচার্য এবং অন্যান্য।
  • রেটিং : ৩.৫ / ৫
tollywood Dev Jishu Sengupta tollywood news Tollywood superstar Dev