Advertisment

'জয়ী'-কে চ্য়ালেঞ্জ জানিয়ে আগামী মাসেই 'সাঁঝের বাতি'

Bengali Television, Joyee, Rezwan Rabbani Sheikh: বাংলা টেলিভিশনের অন্য়তম ফেভারিট ধারাবাহিক 'জয়ী'-র সঙ্গে টক্কর দেবে নতুন ধারাবাহিক। রিজওয়ান-দেবচন্দ্রিমা জুটি কি মন জয় করতে পারবে?

author-image
IE Bangla Web Desk
New Update
Rezwan starrer Sanjher Bati will challenge Joyee

'সাঁঝের বাতি' ধারাবাহিকে রিজওয়ান রব্বানি শেখ। ছবি: প্রোমো থেকে

Sanjher Bati, Bengali Serial, Rezwan Rabbani Sheikh: রিজওয়ান রব্বানি শেখ ও দেবচন্দ্রিমা সিংহরায়ের জুটি এই প্রথম। তবে প্রোমোতে বেশ ভালই লাগছে দুজনকে। আগামী জুলাই মাস থেকে এই জুটির ধারাবাহিক 'সাঁঝের বাতি' আসছে স্টার জলসা-তে। সন্ধ্য়া ৬টার স্লটে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। ওই স্লটে এতদিন দর্শক দেখছিলেন 'বাজলো তোমার আলোর বেণু'। আর জি বাংলা-তে ওই একই স্লটে সম্প্রচার হয় 'জয়ী'। অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা ভালই জমবে।

Advertisment

মোটামুটি বাংলা সিরিয়ালের চালু ছক অনুযায়ীই সাজানো হয়েছে গল্প। ছেলের পরিবার অতি সচ্ছ্বল ও মেয়ে নিতান্তই গ্রাম্য় সদ্য়-তরুণী। এই জাতীয় ছকে অতীতে বহু ধারাবাহিক টিআরপি এনেছে। তবে এখানে আরও একটি ইমোশনাল ফ্য়াক্টর যোগ করা হয়েছে। গল্পের নায়ক অন্ধ এবং সেই কারণেই তার বিয়ে দেওয়া যায়নি এখনও পর্যন্ত। প্রোমো-তে দেখা যায় যে ছেলের মা বলছে, ঘর আলো করা পুত্রবধূ নিশ্চয়ই নিয়ে আসবে সে।

Debchandrima Singha Roy in Sanjher Bati ধারাবাহিকের নায়িকা দেবচন্দ্রিমা সিংহ রায়

আরও পড়ুন: বড় হয়ে গেল সুফি! আসছে নতুন সিজন

ধারাবাহিকের শুরুতেই নায়ক-নায়িকার বিয়ে হয়ে যাবে নাকি কিছুদিন পরে, সেটা ক্রমশ প্রকাশ্য। তবে জুন মালিয়া যখন নায়কের মায়ের চরিত্রে রয়েছেন তখন শাশুড়ি-বউমার মধ্য়ে টেনশন একটা থাকবে। কিন্তু আসল কথা হল 'জয়ী'-কে কি টেক্কা দিতে পারবে এই ধারাবাহিক? কয়েক মাস আগে হলে হয়তো বলা যেত খুব একটা সম্ভাবনা নেই কিন্তু এই মুহূর্তে 'জয়ী'-র যা টিআরপি, তাতে বলা যায় যে সম্ভাবনা আছে।

শুধু তাই নয়, 'জয়ী'-র জুটি দর্শকের ফেভারিট হলেও টেলিভিশনের ডেবিউ জুটি। অন্যদিকে রিজওয়ান ছোটপর্দার প্রতিষ্ঠিত নায়ক। সেরা অভিনেতা, সেরা নায়কের পুরস্কার পেয়েছেন অনেক বার। দেবচন্দ্রিমাও বিগত আড়াই বছরে অনেকটা এগিয়েছেন জনপ্রিয়তার নিরিখে। তাই 'সাঁঝের বাতি'-র সফল হওয়ার সম্ভাবনা খুবই প্রবল।

আরও পড়ুন: বাবাকে শ্রদ্ধা, সম্মান ফিরিয়ে দিতে পেরেছিলেন অনিন্দ্য

কিন্তু তা বলে কি আর 'জয়ী' ইউনিট হাত গুটিয়ে বসে থাকবে? একটা সময়ে টিআরপি সেরা পাঁচে পাকাপাকি জায়গা ছিল 'জয়ী'-র। সেখান থেকে আবারও ঘুরে দাঁড়াতেই পারে। ইচ্ছে হোক না হোক, সেই চ্য়ালেঞ্জটা নিতেই হচ্ছে এবার 'জয়ী'-কে।

Bengali Serial Bengali Television Bengali Actor
Advertisment