Advertisment

RG Kar- Sreelekha Mitra: সঞ্জয় রায়ই একমাত্র দোষী? RG Kar কান্ডের রায় ঘোষণায় প্রহসনের ইঙ্গিত পাচ্ছেন শ্রীলেখা...

RG Kar - Sreelekha: তারকা সমাজে অনেকেই এই নিয়ে আন্দোলনে নেমেছিলেন। বেশ কিছু তারকা তো দিনের পর দিন নানা আন্দোলনের মধ্যে দিয়ে গিয়েছেন। তবে, আজকে যে কেবল সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হল, তাতে …

author-image
Anurupa Chakraborty
New Update
sreelekha mitra durga puja

Sreelekha Mitra: কী বলছেন শ্রীলেখা, আজকের ঘটনার পর?

Sreelekha Mitra: আরজি কর ঘটনায়, আজ রায় বেরোনোর কথা ছিল। কথামতই বেলা তিনটে নাগাদ, জানানো হয় আরজি কর মামলার একমাত্র দোষী সঞ্জয় রায়। এতদিনের আন্দোলন, থেকে শুরু করে বিচারের আশায় যে মানুষ রাস্তায় নেমেছিল সব কি তাহলে ফিকে? একমাত্র সঞ্জয় রাই যে দোষী, এ যেন মানতে নারাজ সকলেই।

Advertisment

দিনের পর দিন, রাতের পর রাত সকলেই রাস্তায় অবস্থান বিক্ষোভ থেকে শুরু করে রাস্তা দখল, এবং অনশন পর্যন্ত হয়েছে। কিন্তু, আজ জানিয়ে দেওয়া হয়েছে সঞ্জয় রায় দোষী এবং তাঁকে কী শাস্তি দেওয়া হবে, সেটা সোমবার জানানো হবে। সূত্র বলছে, আদালতে দাঁড়িয়ে সঞ্জয় অনেকবার বলার চেষ্টা করেছেন তিনি একা দোষী না। কিন্তু, কোনও কথাই শোনা হয়নি। বরং, তাঁকে এই বলা হয়েছে যে আগামী সোমবার, তাঁর সব কথা শোনা হবে।

এদিকে, তারকা সমাজে অনেকেই এই নিয়ে আন্দোলনে নেমেছিলেন। বেশ কিছু তারকা তো দিনের পর দিন নানা আন্দোলনের মধ্যে দিয়ে গিয়েছেন। তবে, আজকে যে কেবল সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হল, তাতে করে অনেকেই রেগে আগুন। অন্তত শ্রীলেখা মিত্র নিজের সমাজ মাধ্যমে লিখেছেন সেই প্রসঙ্গে। অভিনেত্রী বাম মনষ্ক। তিনি ভীষণ ঠোঁটকাটা। অন্তত, আরজি কর মামলায় তাঁকে ভীষণ সরব দেখা গিয়েছে। এবার আজকের ঘটনায় তিনি সমাজ মাধ্যমে লিখছেন...

Advertisment

"বিচারের নামে প্রহসন।" অভিনেত্রীকে অনেকেই তাঁর নিজের মন্তব্যের জন্য সাধুবাদ জানিয়েছেন। কেউ কেউ এমনও বলেছেন, আগে থেকেই তো স্ক্রীপ্ট তৈরি ছিল। আবার কেউ বলেছেন, আপনি জানতেন না যে এই রাজ্যে এমনই হয়? আবার কেউ বললেন, অসুস্থতা এবং কুৎসিত এই রাজ্য। শ্রীলেখা একা নন, বরং দেখা যাচ্ছে উশষী চক্রবর্তী থেকে অনেকেই আজই শুরু করেছেন প্রতিবাদ।

Sreelekha Mitra Sreelekha Mitra FB Post RG Kar Case RG Kar Doctor Murder Case Verdict
Advertisment