Advertisment

RG kar-Swastika Mukherjee: এইবারও মেয়েটার দোষ? 'আজ আঙুল তুলব না...', আরজি করের ঘটনায় ভয়ে ত্রস্ত স্বস্তিকা

Swastika on RG Kar Incident: প্রতিটা শব্দের মাধ্যমে স্বস্তিকা বারবার বুঝিয়ে দিলেন, যতবার এ রাজ্যে মেয়েদের সঙ্গে অন্যায় হয়েছে, ততবারই কোনো না কোনোভাবে মেয়েদেরকেই দোষী সাব্যস্ত করা হয়েছে। কখনো বলা হয়েছে, তার পোশাক ঠিক ছিল না। কখনো বলা হয়েছে সে এত রাতে বাইরে কেন ছিল?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
junior doctor raped in RG Kar , RG kar, on RG kar incident, medical college incident in kolkata, kolkata news, swastika mukherjee, swastika mukherjee on RG kar incident, tollywood

কী বলছেন স্বস্তিকা?

আর জি কর হাসপাতালে জুনিয়র ডাক্তারের মৃত্যুতে সরগরম গোটা কলকাতাবাসী। একজন ডাক্তার, সে নিজেই হাসপাতালে সুরক্ষিত নয়, সেখানে বাকিদের অবস্থা যে কতটা করুন, বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছেন প্রত্যেকেই। বাদ পড়েননি তারকারা।

Advertisment

একজন মেয়ে, তাকে ধর্ষণ করা হলো এবং তাকে হত্যা করে সেমিনার হলে ফেলে রাখা হলো, ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন স্বস্তিকা মুখার্জি থেকে অনুপম রায় এবং অনেকেই। অনুপম একদিকে যেমন গান বেধেছেন। স্বস্তিকা সোজা বাংলা ভাষায় জানতে চাইলেন আমরা 'যাব কোথায়?'

অভিনেত্রী যে কোন বিষয়ে সরব সমাজ মাধ্যমে। অন্যায়ের সঙ্গে আপোষ করতে খুব একটা দেখা যায় না তাঁকে। আর এবার তিনি আরজিকল মেডিকেল কলেজের বিচার চেয়ে লিখলেন... "ভাষা নেই নিন্দের। এই দোষীদের অন্তত সাজা হোক। এইবার আর মেয়েটার দোষ, সে ভুল ভাবে ভুল সময় ভুল জায়গায় ছিল বলে, তার দিকে আঙুল তুলবো না। একটা হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয়। যাব কোথায়?" 

আরও পড়ুন - Anupam Roy-RG Kar: ‘প্রতিবাদ করলে তুমি জেলের ভিতর…’, আর জি করে জুনিয়র ডাক্তারের মৃত্যুতে গর্জে উঠলেন অনুপম

প্রতিটা শব্দের মাধ্যমে স্বস্তিকা বারবার বুঝিয়ে দিলেন, যতবার এ রাজ্যে মেয়েদের সঙ্গে অন্যায় হয়েছে, ততবারই কোনো না কোনোভাবে মেয়েদেরকেই দোষী সাব্যস্ত করা হয়েছে। কখনো বলা হয়েছে, তার পোশাক ঠিক ছিল না। কখনো বলা হয়েছে সে এত রাতে বাইরে কেন ছিল। কখনো বা নানাবিধ নিয়মে তাকে ঢেকে ফেলেই দোষারোপ করা হয়েছে। কিন্তু এবার আর সেরম কোন সুযোগ নেই।

কি হয়েছে আরজিকর হাসপাতালে?

ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, শুক্রবার সকালে রাজ্য সরকার পরিচালিত আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ৩১ বছর বয়স জুনিয়ার ডাক্তার মৃতদেহ পাওয়া যায়। যার ফলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ঝড় উঠেছে। তার পরিবার সূত্রে অভিযোগ সে দুনিয়া ডাক্তারকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে। স্নাতকোত্তর শিক্ষার্থী ওই চিকিৎসককে সেমিনার হলে পাওয়া যায়।

tollywood Swastika Mukherjee RG Kar Medical College Entertainment News
Advertisment