/indian-express-bangla/media/media_files/2025/03/23/jfOvSKVizl5FVxWQnZsr.jpg)
দিদির সঙ্গে ছবি শেয়ার করে ভাই লিখলেন...
Showik Chakraborty-Sushant Singh Rajput: দিনটা ছিল ২০২০ সালের ১৪ জুন। বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল তরুণ তুর্কি সুশান্ত সিং রাজপুতের নিথর দেহ। উঠতি অভিনেতার অকাল প্রয়াণ আজও মেনে নিতে পারেনি তাঁর কাছের মানুষরা। প্রিয়জনদের দাবি, সুশান্ত সিং আত্মহত্যা করেননি তাঁকে খুন করা হয়েছে। অভিযোগের তীর ছিল অভিনেতার 'বান্ধবী' রিয়া চক্রবর্তীর দিকে। দীর্ঘ পাঁচ বছর অভিনেতার মৃত্যু ঘিরে তৈরি হয়েছে অনেক ধোঁয়াশা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করছিল সিবিআই। শনিবার মুম্বই আদালতে সিবিআই এই মামলার অন্তিম রিপোর্ট জমা দিয়ে জানিয়ে দেয় আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিং রাজপুত। সিবিআই-এর রায়কে কুর্নিশ জানিয়েছেন রিয়ার আইনজীবী। এবার প্রতিক্রিয়া দিলেন অভিনেত্রীর ভাই শৌভিক চক্রবর্তী।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যর ঘটনায় রিয়ার সঙ্গে নাম জড়িয়েছিলে অভিনেত্রীর ভাইয়েরও। সিবিআই-এর অন্তিম রিপোর্ট মোতাবেক, রেহা ও তাঁর পরিবার সম্পূর্ণ নির্দোষ। ইনস্টা স্টোরিতে একটি শব্দে যেন নীরব প্রতিবাদ জানালেন শৌভিক। তিনি লিখেছেন, 'সত্যমেব জয়তে'। অর্থাৎ সত্যেরই জয় হল। সাদা-কালো আবহে রিয়ার সঙ্গে একটি ছবি শেয়ার করে মামলা জয়ের সাফল্য সেলিব্রেট করলেন শৌভিক চক্রবর্তী। পাঁচ বছর পর প্রথমবার এই ঘটনায় মুখ খুললেন রিয়ার ভাই শৌভিক।
/indian-express-bangla/media/post_attachments/7f18f736-7b4.jpg)
প্রসঙ্গত, ভাইবোনকে কয়েক মাস জেল খাটতেও হয়েছিল। অভিনেতার মৃত্যুর ঘটনায় রেহা-শৌভিক ছাড়াও নাম জড়িয়েছিল অভিনেত্রীর বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীরও। তবে গত বছর সুপ্রিম কোর্টে রেহাই পায় চক্রবর্তী পরিবার। আর শনিবার সিবিআইয়ের অন্তিম রিপোর্ট পেশের পর পুরোপুরি স্বস্তিতে পরিবারের সদস্যরা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে মাদকযোগে নাম জড়িয়েছিল রিয়ার ও শৌভিকের। বিগত পাঁচ বছর কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে রিয়া ও তাঁর পরিবার। অবশেষে কালো মেঘের ঘনঘটা সরিয়ে আলোর মুখ দেখল চক্রবর্তী ফ্যামিলি।
সুশান্ত মামলায় রিয়া মুক্তি পেতেই তাঁর আইনজীবী এক বিবৃতিতে বলেছেন, 'আশা করি এমন ঘটনার আর পুনরাবৃতি হবে না। রেহাকে অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছে। বিচারপতি সারং ভি কোতোয়াল তাকে জামিনে মুক্তি না দেওয়া পর্যন্ত কোনও দোষ ছাড়াই ২৭ দিন কারাগারে ছিলেন। রেহা ও তাঁর পরিবার মুখ বুঝে অমানবিক আচরণ সহ্য করেছে। আমি ওঁদের স্যালুট জানাই। ওঁর কাছে সকলের ক্ষমা চাওয়া উচিত।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us