Advertisment

'ঢং! আর কত ব্যবহার করবে...', সুশান্তের মৃত্যুর তিনবছর, ফের আক্রমণের মুখে রিয়া চক্রবর্তী

সুখে রয়েছেন রিয়া, মাঝখান থেকে সুশান্তই...রেগে আগুন অনুরাগীরা

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sushant singh rajput, Rhea chakraborty, sushant singh rajput news, sushant singh rajput death, sushant singh rajput CBI, sushant singh rajput update, sushant singh rajput death anniversery, SSR, SSr death, SSr news, Rhea Chakraborty, SSR-Rhea, সুশান্ত সিং রাজপুত, সুশান্তের মৃত্যুর তিনবছর, bollywood update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, indian express entertainment news, ie entertainment news, today news update, celen world, bollywood celeb news

সুশান্তের মৃত্যুতে রিয়ার পোস্ট

দিনটা যেন অভিশপ্ত! বছর তিনেক আগেই দুপুরবেলা একটা খবর.. সুশান্ত পাড়ি দিয়েছেন না ফেরার দেশে, তোলপাড় চলেছিল বলিউড জুড়ে। একের পর এক অভিযুক্ত! কিন্তু আজও সুবিচার পান নি সুশান্ত। অভিনেতার মৃত্যু ঘিরে রয়েছে গভীর অসন্তোষ। তাঁকে খুন করা হয়েছিল? এমনই অভিযোগ সকলের। মূল অভিযুক্ত তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তী।

Advertisment

আজ তাঁর তিন বছরের মৃত্যুবার্ষিকীতে ফের আবারও সকলের মনের খাতায় উঁকি দিয়েছেন তিনি। সারা আলি খান থেকে কৃতি স্যানন এমনকি প্রাক্তন রিয়া নিজেও তাঁকে নিয়ে আবেগঘন পোস্ট করেছেন। যদিও, এতে লাভের লাভ কিছু না হলেও ফের কটাক্ষের শিকার রিয়া। তাঁকে যেন বিন্দুমাত্র সহ্য হয় না সুশান্ত ভক্তদের। নিজেদের এক সুন্দর ভিডিও পোস্ট করেছেন রিয়া। যাতে শোনা যাচ্ছে, "আমি আজও ভাবি, যদি তুমি এখানে থাকতে!"

আরও পড়ুন < না ফেরার দেশে অভিনেতা জয়জিৎ বন্দোপাধ্যায়! খবর রটতেই জোরালো বিতর্ক >

ঢং করছেন? ইয়ার্কি করছেন? সোশ্যাল মিডিয়ায় রিয়াকে তুলোধোনা! অভিনেতার পুরনো দিনের স্মৃতি সকলের সামনে তুলে ধরতেই ক্ষেপে আগুন তাঁরা। কেউ রিয়াকে বলছেন "তুমি পেত্নী", আবার কেউ বলছেন, "নির্লজ্জ"। সোজাসুজি আবার কেউ বলেই ফেললেন, "এত যখন ভালবাসা ছিল তখন ওকে মারলে কেন?" আবার কেউ বলছেন, "মৃত্যুর আগেও ব্যবহার করেছ আবার করে যাওয়ার পরেও সিমপ্যথি আদায় করার চেষ্টা?" বরফ তো একটুও গলে নি, উল্টে রিয়াকে যা নয় তাই বলেছেন সুশান্ত প্রেমীরা।

অভিনেত্রী নিজেও সুশান্তের মৃত্যুর পর সহ্য করেছেন অনেক কিছু। জেল হাজত থেকে বলিউডের কেরিয়ার, মাদকাকাণ্ডে নাম, অভিযুক্ত রিয়াকে আজও দেখতে পারেন না সুশান্তের ভক্তরা। তবে, সমস্ত বাঁধা কাটিয়ে এখন রডিস এর গ্যাং লিডার হিসেবে দেখা যাচ্ছে তাঁকে। এই ঘটনায় রেগে আগুন দর্শকরা।

bollywood Sushant Singh Rajput Rhea Chakraborty Entertainment News Sushant Singh Rajput death Anniversary
Advertisment