Advertisment
Presenting Partner
Desktop GIF

'রিয়া প্রতিশোধ নেওয়ার জন্যই ভুয়ো মামলা করেছেন', বম্বে হাইকোর্টে জানালেন সুশান্তের ২ দিদি

কেন রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এই অভিযোগ তুললেন অভিনেতার দুই দিদি?

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অভিনেত্রী রিয়া চক্রবর্তী

দিন কয়েক আগেই সুশান্তের দিদিদের বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। সুশান্ত সিং রাজপুতের দিদিদের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করেছিল মুম্বই পুলিশ, তা যেন কিছুতেই বাতিল না করা হয়, উচ্চ আদালতের কাছে সেই আরজিই জানিয়েছিলেন অভিনেত্রী। এবার রিয়ার আরজির প্রেক্ষিতেই পালটা দিলেন সুশান্তের দুই দিদি প্রিয়াঙ্কা সিং এবং মীতু সিং। বুধবার বম্বে হাইকোর্টে সেই মামলার প্রেক্ষিতে তাঁরা জানান, রিয়া প্রতিশোধ নেওয়ার জন্যই সুশান্তকে ভুয়ো প্রেসক্রিপশনে ওষুধ দেওয়ার অভিযোগ এনেছেন।

Advertisment

সুশান্তের (Sushant Singh Rajput) দুই দিদির মতে, রিয়া চক্রবর্তীর আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মনগড়া। প্রতিশোধস্পৃহ বলেই এরকম অভিযোগ এনেছেন। বিহারে বাবা কৃষ্ণকুমার সিং রিয়ার বিরুদ্ধে যে মামলা দায়ের করেছিলেন। তার প্রেক্ষিতেই ভুয়ো প্রেসক্রিপশনে সুশান্তকে ওষুধ দেওয়ার অভিযোগ এনে পালটা মামলা দায়ের করেন অভিনেত্রী। বম্বে উচ্চ আদালতের কাছে বুধবার রিজয়েন্ডার দিয়ে এমনটাই জানিয়েছেন প্রিয়াঙ্কা সিং ও মীতু সিং।

কোন প্রেক্ষিতে বম্বে হাইকোর্টে এই আবেদন জানালেন সুশান্তের দুই দিদি? সেপ্টেম্বরের ৭ তারিখ তাঁদের বিরুদ্ধে ভুয়ো প্রেসক্রিপশনের ভিত্তিতে সুশান্তকে ওষুধ খাওয়ানোর অভিযোগ তুলে এফআইআর দায়ের করেছিলেন প্রেমিকা রিয়া চক্রবর্তী। তাঁদের পাশাপাশি অভিযোগ দায়ের হয়েছিল রাম মনোহর লোহিয়া হাসপাতালের চিকিৎসক তরুণ কুমারের বিরুদ্ধেও।

অভিযোগনামায় অভিনেত্রী এও দাবী করেছিলেন যে, ভুয়ো প্রেসক্রিপশন দেওয়ার ৫ দিনের মধ্যেই সুশান্তের মৃত্যু হয়েছে। ওই বেআইনি প্রেসক্রিপশনের ফলেই ডিপ্রেশনের ওষুধ হাতে পান অভিনেতা। কেন ওই বেআইনিভাবে সুশান্তকে ডিপ্রেশনের ওষুধ দেন তাঁর দুই দিদি? প্রশ্ন তুলে নার্কোটিক ড্রাগস অ্যান্ড টেলিমিডিসিন প্র্যাকটিসের নির্দেশিকার আওতায় বান্দ্রা পুলিশের কাছে মামলা রুজু করেছিলেন রিয়া চক্রবর্তী। যার পালটা সুশান্তের দুই দিদি বম্বে উচ্চ আদালতে রিয়ার দায়ের করা মামলা খারিজ করার আবেদন জানিয়েছিলেন। যদিও বম্বে হাই কোর্টের কাছে রিয়া পরে আরজি জানান যে, তাঁদের আবেদন যেন কিছুতেই মঞ্জুর না করা হয়। এবার সেই মামলার প্রেক্ষিতেই আদালতের কাছে রিয়েজয়েন্ডার দিয়ে দুই দিদির দাবি, "রিয়া প্রতিশোধস্পৃহ।"

Rhea Chakraborty Sushant Singh Rajput Bollywood News
Advertisment