Advertisment
Presenting Partner
Desktop GIF

মেয়ে রিয়ার বিয়েতে লাড্ডু বিলি অনিল কাপুরের, পৌঁছলেন সোনম-অর্জুন-খুশিরা

Rhea Kapoor-Karan Boolani wedding: সাত পাকে বাঁধা পড়লেন সোনমের বোন রিয়া কাপুর।

author-image
IE Bangla Web Desk
New Update
Rhea Kapoor-Karan Boolani wedding, Anil Kapoor, Sonam Kapoor, Rhea Kapoor wedding, রিয়া কাপুর, সোনম কাপুর, অনিল কাপুর, করণ বুলানি, অর্জুন কাপুর, bengali news today

মেয়ে রিয়ার বিয়েতে লাড্ডু বিলি অনিল কাপুরের

Rhea Kapoor-Karan Boolani wedding: শনিবার সকালে আচমকাই শোনা গেল অনিল কাপুরের (Anil Kapoor) ছোট মেয়ে রিয়া কাপুর (Rhea Kapoor) সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। শেষমেশ জল্পনার অবসান। কন্যাদান করে নিজে মিষ্টির প্যাকেট নিয়ে বাংলোর বাইরে বেরিয়ে এলেন অনিল কাপুর। মেয়ে-জামাইকে আশীর্বাদ করার আর্জি জানিয়ে উপস্থিত পাপ্পারাজিদের মধ্যে বিলিয়ে দিলেন লাড্ডু। পরনে নীল কুর্তা। মুখে মাস্ক। নিজে মুখেই বললেন, "সোনমকে যেরকম আশীর্বাদ করেছেন। আমার ছোট মেয়ে রিয়াকেও আশীর্বাদ করুন। ও যেন নতুন জীবনে সুখী হয়।"

Advertisment
publive-image

মিস্টার ইন্ডিয়ার এমন আচরণে বেজায় মুগ্ধ পাপ্পারাজিরাও। তাঁরাও শুভেচ্ছা জানালেন অনিল কাপুরকে। ওদিকে ২০১৮ সালের পর ফের সাজো সাজো রব অনিল কাপুরের জুহুর বাংলোয়। বিয়ের সানাই বেজেছে। ফুল, রংবেরঙের কাপড়, রোশনাইয়ে সেজে উঠছে কাপুরদের আস্তানা। স্বামী আনন্দ আহুজাকে নিয়ে সঙ্গে নিয়ে বোনের বিয়েতে জমকালো সেজেগুজে এলেন সোনম কাপুর।

publive-image

পাপ্পারাজিদের ক্যামেরায় ধরা পড়লেন তুতো ভাই-বোনেরাও। খুশি কাপুর (Khushi Kapoor) হলুদ লেহেঙ্গায় সেজেছেন। অর্জুন কাপুরকে (Arjun Kapoor) দেখা গেল নীল কুর্তা-পাজামাতে। চোখে সানগ্লাস। বোন অনশুলাও লাল লেহেঙ্গায় সেজে এলেন। উপস্থিত ছিলেন কাকা সঞ্জয় কাপুর, কাকিমা মাহিপ কাপুর ও তাঁদের মেয়ে সানায়াও (Shanaya Kapoor)। ধবধবে সাদা পাঞ্জাবীতে সেজে এসেছেন রিয়ার জেঠু বনি কাপুর (Boney Kapoor)। হাতে বটুয়া ব্যাগ।

publive-image

অনিল কাপুর এবং সুনীতা কাপুরের ছোট মেয়ে রিয়া। বলিউডের প্রযোজক তথা পরিচালক করণ বুলানির (Karan Boolani) সঙ্গে তাঁর ১৩ বছরের প্রেম অবশেষে শনিবার ছাদনাতলায় পূর্ণতা পেল। অতিমারী আবহে অথিতি তালিকাতেও কাটছাঁট হয়েছে। অতঃপর ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনকে সাক্ষী রেখেই এদিন চার হাত এক হল।

রিয়া পেশায় খ্যাতনামা ফ্যাশন ডিজাইনারের পাশাপাশি বলিউড প্রযোজকও। ‘আয়েশা’, ‘ভীরে দি ওয়েডিং’-এর মতো সিনেমা প্রযোজনা করেছেন। যে ছবিতে কিনা বোন সোনম কাপুরও অভিনয় করেছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Rhea Kapoor arjun kapoor anil kapoor sonam kapoor bollywood Rhea Kapoor-Karan Boolani wedding
Advertisment