নগরকীর্তনের জন্য সেরার সম্মান, তবে ঋদ্ধি এখন মজে অন্য ছবিতে

সম্প্রতি নগরকীর্তন ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেতা ঋদ্ধি সেন। তবে আপাতত তিনি আচ্ছন্ন অন্য সিনেমাতে।

সম্প্রতি নগরকীর্তন ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেতা ঋদ্ধি সেন। তবে আপাতত তিনি আচ্ছন্ন অন্য সিনেমাতে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সম্প্রতি নগরকীর্তন ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেতা ঋদ্ধি সেন। তবে আপাতত তিনি আচ্ছন্ন অন্য সিনেমাতে। ‘‘কিছুতেই পরিচালক সুজিত সরকারের অক্টোবরকে মাথা থেকে বার করতে পারছি না। বাবা-মার সঙ্গে ছবিটা দেখতে গিয়েছিলাম, থিয়েটার থেকে বেরিয়ে এসে তিনজনে দু-ঘন্টা কোনও কথা বলিনি।’’ আপাতত ঋদ্ধি মুম্বইতে। প্রদীপ সরকারের পরবর্তী ছবির শুটিংয়ে ব্যস্ত।

Advertisment

উনিশ বছরের ঋদ্ধি কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত নগরকীর্তন ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। ছবিতে তিনি অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে। নগরকীর্তন এক বাঁশিওয়ালা ও একজন রূপান্তরকামীর ভালবাসার গল্প। এ ছবির জন্য রূপান্তরকামী সমাজ যে আলোচনায় উঠে আসছে, তাতে যারপরনাই খুশি ঋদ্ধি।

খুবই অল্প বয়স থেকেই অভিনয়জীবন শুরু ঋদ্ধির। মাত্র চার বছর বয়সে বাবা কৌশিক সেনের পরিচালনায় প্রাচ্য নাটকে প্রথম অভিনয় করেন তিনি।

Advertisment

আরও পড়ুন, অবশেষে কান উৎসবে কৌশিক গাঙ্গুলির নগকরকীর্তনের বিজয় যাত্রা

নগরকীর্তন ছবিতে রূপান্তরকামীর ভূমিকায় অভিনয় করেছেন ঋদ্ধি সেনকে, যা এই বয়সের অভিনেতার কাছে বড় চ্যালেঞ্জ বলা চলে। ‘‘প্রস্তুতি হিসেবে আমি লিলি এলবির ম্যান ইনটু ওম্যান পড়েছি, দেখেছি ড্যানিশ গার্ল টুটসির মতো ছবি’’, জানিয়েছেন ঋদ্ধি। ঋদ্ধির বাবা কৌশিক সেন জানালেন, ‘‘ও নিজের মাকে খুব খুঁটিয়ে খেয়াল করত, মায়ের সমস্ত ভঙ্গি খেয়াল করত।’’

আবেগপ্রবণ তরুণ এই অভিনেতা মনে করেন, নগরকীর্তনের চিত্রনাট্য সমস্ত ফিল্ম স্কুলে পাঠানে উচিত। কথা বলতে বলতে উত্তেজনায় তাঁর স্বর কিছুটা চড়া হয়ে ওঠে, ‘‘অক্টোবর অস্কারে পাঠানো উচিত। আর ঋত্বিক চক্রবর্তী তো বাংলার রাজকুমার রাও।’’

সুজয় ঘোষের কাহানি দিয়ে সিনেমায় ডেবিউ করলেও, ঋদ্ধি পাদপ্রদীপের আলোয় আসেন অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ওপেন টি বায়োস্কোপ ছবির সুবাদে। বাংলার শহরতলির এক কিশোরের বেড়ে ওঠাই ছিল এ ছবির বিষয়।

আরও পড়ুন, বিয়ের আগে প্রস্তুতি তুঙ্গে। কীভাবে চলছে শুভশ্রীর বিয়ের আয়োজন? দেখুন ছবি

কোন অভিনেতার মতো হতে চান জানতে চাইলে ঋদ্ধির অকপট উত্তর রাজকুমার রাও। ওই বয়সে, কেরিয়ারে ওই সময়ে বরেলি কি বরফি ছবিতে দ্বিতীয় নায়কের ভূমিকায় অভিনয় করতে আর কেউ রাজি হত না বলে মনে করেন দেশসেরা অভিনেতা।

এরপর ঋদ্ধিকে দেখা যাবে অজয় দেবগণ প্রযোজিত ছবি এলায়। এ ছবিতে ঋদ্ধির বিপরীতে অভিনয় করেছেন কাজল।

National Film Award riddhi sen