Riddhi Sen on Protest: সমাজমাধ্যমে নতুন অভিযানের ডাক, 'ছাত্র সমাজ' আর 'ছদ্ম সমাজের' পার্থক্য বোঝাতেই বিপাকে ঋদ্ধি
RG Kar tragedy-Riddhi Sen: যখন, কোনও তারকা রাস্তায় নামেননি, তখন ঋদ্ধিকে দেখা গিয়েছিল রাস্তায়। তবে, আজ যখন এই অভিযানের কথা শোনা যাচ্ছে, তখন ঋদ্ধি সমাজ মাধ্যমে ঠিক ভুলের আওয়াজ তুললেন।
গতকাল থেকেই সমাজ মাধ্যমে ঘুরছে একটি বার্তা, এবার নাকি আরজি কর কান্ডের প্রতিবাদে নবান্ন ঘেরাও অভিযান হতে চলেছে। যেটি নজরে এসেছে অনেকেরই। এবং এই নিয়েই এবার আওয়াজ তুলছেন, ঋদ্ধি সেন।
Advertisment
বার বার মেয়েদের এই লড়াইয়ে পথে নেমেছেন ঋদ্ধি এবং তাঁর পরিবার। শুধু তাই নয়, গলা চড়িয়েছেন। যখন, কোনও তারকা রাস্তায় নামেননি, তখন ঋদ্ধিকে দেখা গিয়েছিল রাস্তায়। তবে, আজ যখন নবান্ন অভিযানের কথা শোনা যাচ্ছে, তখন ঋদ্ধি সমাজ মাধ্যমে ঠিক ভুলের আওয়াজ তুললেন। ফের যেন সেই রাতের আরজিকরের মত ঘটনা না ঘটে, এই নিয়েও অনেকেই সরব হয়েছেন।
শেষ দুদিন ধরে যে অভিযানের ডাক সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, তাঁর কোনও সূত্র নেই। কোন ছাত্রসমাজ এই অভিযানের ডাক দিয়েছেন, সেই সম্পর্কে কিছুই জানা যাচ্ছে না। কোথায় শুরু আর কোথায় শেষ এই নিয়েও বেশ কিছু তথ্য অজানা। ঋদ্ধি আগেভাগেই যাতে অন্য কোনও ঘটনার পুনরাবৃত্তি না হয়, সমাজ মাধ্যমের পাতায় লিখলেন...
"‘ছাত্র সমাজ’ আর ‘ছদ্ম সমাজের’ মধ্যে পার্থক্যটা আশা করি খেয়াল করবেন সকলে...।" আর ঋদ্ধির এই পোস্টে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। কেউ বলছেন, "আপনি এখন মুখ বন্ধ রাখুন, তাহলেই ভাল।" আবার কেউ বলছে, "নিজেকে এবং নিজের প্রোফাইলকে হাইড করে রাখুন।" আবার কারওর কথায়, "চাঁদনী থেকে কিনে আনা ব্যাটারি লাগানো মোমবাতি মিছিল কে সাপোর্ট করা বুদ্ধিজীবী মাকুদের থেকে জ্ঞান কে চেয়েছে বাপু?"
আর এই প্রসঙ্গেই ঋদ্ধি জানিয়েছেন, "তাতে আমার কোনো আপত্তি নেই l বুদ্ধিজীবী কথাটাকে গালাগাল হিসেবে তৈরী করে যদি কিছু মানুষ কয়েকদিনের জন্য আনন্দ পান আর নিজেদের উদ্দেশ্যহীন ফেসবুক জীবনে গালাগাল করে একটু পরিচিতি পান তাহলে মন্দ কি ? পরিচিতি পাওয়ার অধিকার সবার আছে , দেখুন তো, গালাগাল করে কত মানুষ কিছুদিনের জন্য কতো পরিচিতি পাচ্ছে , একটু পোস্ট না করলে কত মানুষের সকাল থেকে ফেসবুকে গালাগাল করার আর দেখার বিনোদন কমে যাবে , ওনাদের বোরিং জীবনে আরও বোরিং করতে চাই না, তাই চলুক।"