Advertisment
Presenting Partner
Desktop GIF

অন্তঃসত্বা অবস্থায় এটাই 'সুখ', বসে বসে লাথি অনুভব করছেন রিধিমা

ছোট্ট সদস্য আস্তে আর দেরি নেই, তার আগেই...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Ridhima Ghosh shared a pregnancy update gaurav chakraborty

রিধিমার 'সুখ' গল্প

সম্পূর্ণ নতুন অনুভূতি! মাতৃত্বের স্বাদ পুরোদমে উপভোগ করছেন রিধিমা ঘোষ। নতুন অতিথি আসতে আর বেশি দেরি নেই, তাঁর আগেই নিত্য নতুন অভিজ্ঞতার কথা শেয়ার করতে ব্যস্ত তিনি।

Advertisment

রিধিমা এবং গৌরবের পরিবারে ছোট্ট মানুষ আসার সময় হয়ে এল। এখন কাজ থেকে বিরতিতে রয়েছেন রিধিমা। ব্যস্ততা এখন পুঁচকে সদস্যকে ঘিরেই। প্রেগনেন্সি শুট এর মধ্যে দিয়েই এক নতুন অভিজ্ঞতা শেয়ার করলেন তিনি। পরনে সাদা পোশাক, সোফায় বসেই তিনি জানালেন অন্তরের কথা..

গর্ভের সন্তান আসতে  ধীরে বড় হচ্ছে। আর মা রিধিমা, তাঁকে নতুন করে ভাবতে বুঝতে শিখছে। ছবি শেয়ার করে লিখলেন... খুশি যখন হালকা করে লাথি মারে.. সঙ্গে বেশ কিছু ভালবাসার ইমজি জুরেছেন তিনি। আর বেশিদিন নেই। সন্তানকে প্রতি মুহূর্তে নিজের সঙ্গে একটু একটু বড় হতে দেখছেন। এই খুশির মুহূর্ত ভাগ করে নিলেন তিনি।

প্রসঙ্গত, অনস্ক্রিন সত্যবতীকে বেজায় মিস করছেন দর্শকরা। এদিকে, গৌরব আবার প্রলয়ে একদম ভিন্ন ভূমিকা পালন করেছেন। শুধু তাই নয়, তাঁর চরিত্র বেশ আলোচনায় এসেছে। কানু হিসেবে যত্ত নোংরামি রাজ চক্রবর্তী তাঁকে দিয়ে করিয়েছেন, আগে দেখা যায় নি। অন্যদিকে, ব্যোমকেশের সত্যবতী হিসেবে রুক্মিণী এবং সোহিনী স্ক্রিনে দারুণ ভূমিকা পালন করলেও রিধিমাকে সকলে বেশ মনে করছেন।

tollywood Pregnant Woman Ridhima Ghosh Entertainment News
Advertisment