Advertisment

'রতিক্রিয়াপ্রেমী দিদিমণি, মিডলাইফ ক্রাইসিসে ভুগছেন', শ্রীলেখাকে কটাক্ষ রিমঝিমের

কেন এমন কটাক্ষ?

author-image
IE Bangla Web Desk
New Update
Rimjhim Mitra, Sreelekha Mitra, tollywood, শ্রীলেখা মিত্র, রিমঝিম মিত্র, bengali news today

শ্রীলেখা মিত্রকে কটাক্ষ রিমঝিম মিত্রের

ফের ইন্ডাস্ট্রির ‘দুই মিত্র’ শ্রীলেখা-রিমঝিমের তরজা! দিন কয়েক আগেই বডি শেমিংয়ের প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে রিমঝিম মিত্রকে (Rimjhim Mitra) নাম না করেই কটাক্ষ করে বসেছিলেন শ্রীলেখা (Sreelekha Mitra)। পাল্টা দিতে ছাড়লেন না রিমঝিমও। ফেসবুকে একটি স্ক্রিনশট শেয়ার করে তাঁর মন্তব্য, "মিড লাইফ ক্রাইসিস যে মানুষকে এতটা ফ্রাস্টেটেড করে দেয়, জানা ছিল না।" রিমঝিমের এহেন মন্তব্য অবশ্য গায়ে মাখতে নারাজ শ্রীলেখা। তাঁর সাফ জবাব, "এসব নিয়ে মাথা ঘামানোর সময় নেই। বরং পাত্তাও দিতে চাই না। আমার প্রচুর কাজ রয়েছে।"

Advertisment

প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটের সময় থেকেই রিমঝিম-শ্রীলেখা তরজা চলছে। সোশ্যাল মিডিয়ায় কাদা ছোঁড়াছুড়িরও অন্ত নেই। বামপন্থী শ্রীলেখা এক ফেসবুক পোস্টে দাবি করেছিলেন, "বিজেপিতে যোগ দেওয়ার জন্য তারকাদের ৭ কোটি টাকা দেওয়া হয়েছে।" যার প্রেক্ষিতে পাল্টা রিমঝিম প্রশ্ন করেন, "এর প্রমাণ দিতে পারবে তো? নতুবা দল তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।" সেই জল এতদূর গড়িয়েছিল যে, রিমঝিমই এরপর ফেসবুকে বিস্ফোরক মন্তব্য করে বসেন, "থলথলে বউদি আমায় ব্লক করেছে। কমরেট মাংসপিণ্ড কি এটা ঠিক করল আমার সঙ্গে?"

<আরও পড়ুন: ‘পরের বার শুনানিতে আসুন’, জাভেদের মানহানি মামলায় কঙ্গনাকে তীব্র ভর্ৎসনা কোর্টের>

শ্রীলেখা বডিশেমিংয়ের বিরুদ্ধে একাধিকবার প্রতিবাদ করেছেন সোশ্যাল মিডিয়ায়। গত ২৪ জুলাই এক পোস্টে অভিনেত্রী এও লিখেছেন যে, এধরনের মন্তব্য যে শুধু পুরুষেরা করেন, তাও নয়! অন্য মিত্রের কথা ভুলে গিয়েছেন? যে আমাকে বডি শেমিং করেছিল।" তার প্রেক্ষিতেই রিমঝিম মিত্র একটা দীর্ঘ পোস্ট করেছেন ফেসবুকে।

publive-image
publive-image

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood Sreelekha Mitra FB Post Sreelekha Mitra Rimjhim Mitra
Advertisment