Kubbra Sait: আচমকাই অন্তঃস্বত্বা! কেন-ই বা গর্ভপাতের পথ বেছে নিতে হল অভিনেত্রীকে? সঙ্গীকে নিয়ে বিস্ফোরক..

অভিনেত্রী স্বীকার করেন, যদি সঙ্গী তখন পাশে দাঁড়াতেন, তবে সিদ্ধান্ত ভিন্ন হতে পারত। তবে তিনি এটাও জানান যে সেই অভিজ্ঞতার পর নিজেকে খুব ভেতর থেকে ভেঙে পড়তে হয়েছিল।

অভিনেত্রী স্বীকার করেন, যদি সঙ্গী তখন পাশে দাঁড়াতেন, তবে সিদ্ধান্ত ভিন্ন হতে পারত। তবে তিনি এটাও জানান যে সেই অভিজ্ঞতার পর নিজেকে খুব ভেতর থেকে ভেঙে পড়তে হয়েছিল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Kubbra-Sait

কী বললেন তিনি?

‘সেক্রেড গেমস’-খ্যাত কুব্রা সাইত আবারও তাঁর ব্যক্তিগত জীবনের কঠিন অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি বললেন। অশ্নীর গ্রোভারের রিয়েলিটি শো রাইজ অ্যান্ড ফল-এর একটি পর্বে অভিনেত্রী, যিনি প্রতিযোগী হিসেবেও অংশ নিচ্ছেন, প্রকাশ করলেন তাঁর জীবনের এক কঠিন অধ্যায়- অকস্মাৎ গর্ভধারণ, চিকিৎসাগত গর্ভপাত এবং মানসিক লড়াইয়ের কথা।

Advertisment

কুবরা স্পষ্ট জানিয়ে দিলেন, ভবিষ্যতেও তিনি সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন না। সহ-অংশগ্রহণকারীদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন—
"আমি কখনও বাচ্চা চাইনি, এখনও চাই না। ৩০ বছর বয়সে ভুলবশত গর্ভবতী হয়েছিলাম এবং গর্ভপাত করাতে হয়েছিল। সেই সময়টা আমার কাছে অত্যন্ত কঠিন ছিল।" 

তিনি আরও জানান, অনাগত সন্তানের বাবা দায়িত্ব নিতে কোনও আগ্রহ দেখাননি। কুবরার কথায়, "আমি তাঁর সঙ্গে বসেছিলাম, কিন্তু তিনি খুব ঠান্ডা স্বরে বললেন- ‘তুমি যা ইচ্ছে তাই করো।’ তখন আমার মনে হয়েছিল, এই মানুষ যদি বিন্দুমাত্র দায়িত্ব না নেয়, তবে আমি একা কীভাবে এত বড় সিদ্ধান্ত নেব? আমি আদৌ প্রস্তুত ছিলাম কিনা, শিশুটিকে পৃথিবীতে আনার জন্য, সেই প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না।" 

Advertisment

অভিনেত্রী স্বীকার করেন, যদি সঙ্গী তখন পাশে দাঁড়াতেন, তবে সিদ্ধান্ত ভিন্ন হতে পারত। তবে তিনি এটাও জানান যে সেই অভিজ্ঞতার পর নিজেকে খুব ভেতর থেকে ভেঙে পড়তে হয়েছিল। "আমি কারও সঙ্গে তখন বিষয়টি ভাগ করিনি। সবকিছু একা সামলেছি, ধীরে ধীরে নিজেকে শান্ত করেছি।" 

শৈশবের অভিজ্ঞতার কথাও সামনে আনেন তিনি। ছোটবেলায় নির্যাতনের শিকার হওয়া এবং ভারসাম্যহীন পারিবারিক পরিবেশ তাঁকে বাইরের সমর্থনের উপর নির্ভরশীল করেছিল। রাইজ অ্যান্ড ফল শোটিতে- কুবরার পাশাপাশি প্রতিযোগী হিসেবে রয়েছেন সঙ্গীতা ফোগাট, অর্জুন বিজলানি, নয়নদীপ রক্ষিত, আহানা কুমরা, কিকু শারদা-সহ আরও অনেকে।

bollywood actress Entertainment News Entertainment News Today