Advertisment
Presenting Partner
Desktop GIF

Rishav Basu: বাংলার পর এবার দক্ষিণে, শাশ্বত-যীশুদের দেখানো পথেই হাঁটলেন ঋষভ...

Rishav Basu in Telugu film: ঋষভের জীবনে নতুন অধ্যায়, তেলুগু ছবিতে অভিনেতা

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rishav basu aCTOR in telugu film

Rishav Basu: ঋষভের নতুন পথচলা শুরু...

 অভিনেতার ঋষভ বসুর মুকুটে নয়া পালক। বাংলা থেকে শুরু করে এবার দক্ষিণী সিনেমায়। অভিনেতাকে দেখা যেতে চলেছে সাউথের ছবিতে। কার সঙ্গে দেখা যেতে চলেছে তাঁকে? 

Advertisment

অভিনেতার দক্ষিণী ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। সেখানে তাঁর লুক বেশ ভয় পাওয়ার মতো। ঋষভকে এবার তেলুগু ছবিতে দেখা যেতে চলেছে। সাই ধনশিকার বিপরীতে অভিনয় করতে চলেছেন তিনি। ছবির নাম দক্ষিণা। টলিউড থেকে অনেকেই পাড়ি দিয়েছেন দক্ষিণে। 

এবার সেই তালিকায় জুড়েছেন ঋষভ। ছবির পরিচালনা করছেন ওষ তুলসী। অভিনেতা নিজে এবিষয়ে সোশ্যাল মিডিয়ায় কিছুই জানায় নি। যতদূর বোঝা যাচ্ছে, অভিনেতা সাইকো থ্রিলার এই ছবিতে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। এর আগে একের পর এক সিনেমায় এবং সিরিজে তিনি কাজ করেছেন। 

শ্রীকান্ত হোক, কিংবা কুমুদিনী ভবন অথবা প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা নানা ছবিতে দেখা গিয়েছে তাঁকে। নিজের অভিনয় দিয়ে নানা সময় মুগ্ধ করেছেন তিনি। আসন্ন ছবি তাহাদের কথায় কাজ করেছেন তিনি। এই নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেতা। 

উল্লেখ্য, দক্ষিণে গিয়ে কাজ করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় থেকে যীশু সেনগুপ্ত অনেকেই। এবার ঋষভের পালা। 

tollywood Bengali Cinema Entertainment News
Advertisment