বাবাকে মনে করে ঋষি কাপুরের ফোটো শেয়ার করলেন ঋদ্ধিমা

ঋদ্ধিমা কাপুর সাহানি, তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতেও বাবা ঋষি কাপুরকে স্মরণ করে কিছু ছবি পোস্ট করেছেন।

ঋদ্ধিমা কাপুর সাহানি, তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতেও বাবা ঋষি কাপুরকে স্মরণ করে কিছু ছবি পোস্ট করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কিছুদিন আগেই না ফেরার দেশে চলে গিয়েছেন ঋষি কাপুর। হাসপাতালে ভর্তি হওয়ার পরও কেউ দুঃস্বপ্নেও ভাবেনি একথা। বাবাকে শেষবার দেখতেও পারনেনি মেয়ে ঋদ্ধিমা কাপুর। দিল্লি থেকে গাড়ি চালিয়ে এসেছিলেন কিন্তু মুম্বই পৌঁছে ঋষি শূন্য হয়েই কৃষ্ণারাজ-এ ঢুকেছিলেন।

Advertisment

এদিন ঋদ্ধিমা কাপুর সাহানি, তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতেওবাবা ঋষি কাপুরকে স্মরণ করে কিছু ছবি পোস্ট করেছেন। ভাই রণবীর কাপুর, মা নীতু কাপুরের সঙ্গে ছবি দিয়ে লিখেছেন, গট ইয়োর ব্যাক মা। ঋষি কাপুর, মেয়ে সমরা সাহানির সঙ্গেও একটি ছবি দিয়েছেন ঋদ্ধিমা।

publive-image মেয়ে ও বাবার সঙ্গে ঋদ্ধিমার ছবি। ফোটো- ঋদ্ধিমা কাপুরের ইনস্টাগ্রাম

Advertisment

publive-image মা নীতু কাপুর ও ভাই রণবীর কাপুরের সঙ্গে সেলফি শেয়ার করেছেন ঋদ্ধিমা কাপুর। ফোটো-ঋদ্ধিমার ইনস্টাগ্রাম

একটি পারিবারিক ছবিও পোস্ট করেছেন ঋদ্ধিমা, যেখানে রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনও।

publive-image পরিবারের সঙ্গে হাসিখুশি ঋষি কাপুর। ফোটো- ঋদ্ধিমার ইনস্টাগ্রাম

ঋষি কাপুর ও নীতু কাপুরের সঙ্গেও ছবি রয়েছে ঋদ্ধিমার ইনস্টা স্টোরিতে।

publive-image বাবা-মায়ের সঙ্গে ঋদ্ধিমা। ফোটো- ঋদ্ধিমা কাপুরের ইনস্টাগ্রাম

নিউইয়র্ক থেকে ফিরে এসে সেলুলয়েডে দ্বিতীয় ইনিংসে চার-ছয় মারার পরিকল্পনা ছিল সকলের প্রিয় চিন্টুজির। শুরুও করেছিলেন। কিন্তু শেষ করা হল না।বিগত ৩০ এপ্রিল লিউকেমিয়ার সঙ্গে লড়াইয়ে হেরে গিয়ে চলে গিয়েছেন ঋষি কাপুর।

Read the full story in English 

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

rishi kapoor