Advertisment
Presenting Partner
Desktop GIF

Neetu Singh: ছেলে বৌমার উপস্থিতিতেও শূন্যতা, রাজ কাপুরের জন্মদিনে স্বামী ঋষির জন্য চোখে জল নিতুর...

Neetu singh missed Rishi ji: একে অপরের সঙ্গে ভাগ করে নিলেন মুহূর্ত। ননদ এবং শাশুরি যে আলিয়াকে কতটা ভালবাসেন সেটাও নজরে পড়ল। বৌমাকে জড়িয়ে আগে চুমু খেলেন নিতু।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
neetu singh  missed rishi kapoor

ঋষি কাপুরকে আরও বেশি করে মিস করলেন নিতু...

গতকাল মুম্বাইতে বসেছিল চাঁদের হাট। কারণ, রাজ কাপুরের ১০০ তম জন্মদিন উপলক্ষে কাপুর পরিবারের তরফে আয়োজন করা হয়েছিল এক আনন্দ সন্ধ্যার। যেখানে হাজির হয়েছিলেন কাপুর পরিবারের সকলেই। কিন্তু কিছু মানুষের অনুপস্থিতি যেন বেশি করে মনে পড়ছিল এই দিন।

Advertisment

সকলের পরনে সাদা রঙের পোশাক। শুধু তাই নয়, সকলকে দেখা গেল দারুণ মেজাজে। পরিবারের সকলের সঙ্গে সঙ্গে এলেন অতিথিরা। কিন্তু যার কথা এদিন সবথেকে বেশি মনে পড়ছিল তিনি হলেন ঋষি কাপুর। বিশেষ করে রণবীর এবং নিতু সিংয়ের চোখমুখে স্পষ্ট ফাঁকা এবং শূন্য এক ভাব। সেই ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। আলিয়া রণবীরের উপস্থিতির পরেই সেখানে এলেন রিধিমা এবং নিতু।

একে অপরের সঙ্গে ভাগ করে নিলেন মুহূর্ত। ননদ এবং শাশুরি যে আলিয়াকে কতটা ভালবাসেন সেটাও নজরে পড়ল। বৌমাকে জড়িয়ে আগে চুমু খেলেন নিতু। আর শাশুরির দিকে তাকিয়ে বেশ কিছু বিষয় বলার চেষ্টাও করলেন আলিয়া। তাঁর গালে হাত দিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করলেন তিনি। সেই দৃশ্য ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। আর নীতু সিং? তিনি যে তাঁর ঋষিকে দারুণ মিস করছেন এও বোঝা সম্ভব।

Advertisment

ঋষি কাপুরের পরিবারের সকলে একসঙ্গে ছবি তুললেন। মা, বোন এবং স্ত্রীকে নিয়ে রণবীর দায়িত্ব পালন করলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন নিতু সিং। যেখানে দেখা গেল শাশুড়িকে এক মিনিটের জন্য একলা ছাড়লেন না আলিয়া। নীতু সিং লিখছেন, "ঋষি জ্বি, আপনাকে সবথেকে বেশি মিস করছি।" একথা, অনেকেই জানেন ঋষি কাপুরের মৃত্যুর সময় আলিয়া কীভাবে কাপুর পরিবারকে সামলেছিলেন।

আর গতকাল যেভাবে বাড়ির একমাত্র বৌমা আলিয়া সবাইকে সঙ্গে নিয়ে এক ফ্রেমে বাঁধলেন তাতে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি।

rishi kapoor neetu kapoor ranbir kapoor
Advertisment