/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/neetu.jpg)
Raha kapoor: ঠাকুরদাদার কোলে রাহা- ছবি/ইনস্টা
Rishi Kapoor - Raha: ক্রিসমাস উপলক্ষ্যেই মেয়ে রাহাকে প্রথম সামনে এনেছিলেন রণবীর আলিয়া ( Ranbir Kapoor- Alia Bhatt )। সাদা গোলাপী পোশাকে, সেই ছোট্ট মেয়েটি এক মুহূর্তেই মন জয় করে নিয়েছিল সকলের। আলিয়া এবং রণবীর একবছর পর মেয়েকে দেখানোর পরেই সেসব ভিডিও ভাইরাল।
আর এদিকে, সেই ধূসর নীল চোখের একরত্তিকে দেখে অনেকেই বলেছিলেন ঠাকুরদাদা এবং রাজ কাপুরের ( Raj Kapoor ) মতোই তাঁকে দেখতে। বিশেষ করে ঋষি কাপুরের সঙ্গে তাঁর প্রচুর মিল। আর এবার, এমন এক দৃশ্য দেখা গেল যাতে মন গেল হয়ে গেল সকলের। সোনি রজদান ( Soni Rajdan ) থেকে নীতু সিং ( Neetu Singh ).. আপ্লুত সকলেই।
ঠাকুরদাদা ঋষি কাপুরের কোলে রাহা। ঋষি কাপুর তাকিয়ে রয়েছেন একদৃষ্টে। এমন একটি ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অবশ্যই এডিট করা ছবি। আর এই ছবি শেয়ার করেছেন রাহার দিদা সোনি রাজদান নিজে। তিনি এই ছবি শেয়ার করে লিখলেন, এত সুন্দর একটা এডিট যেটা দেখে মন ভাল হয়ে গেল। নীতু সিং? তিনি কী বললেন এই ছবি দেখে?
আরও পড়ুন - Ranbir-Katrina: গোমাংস ভক্ষণ করেছেন, তারপরেও রামমন্দিরে রণবীর! রোষানলে তাঁর প্রাক্তন ক্যাটরিনাও
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/image.png)
প্রয়াত স্বামীর সঙ্গে প্রিয় নাতনির এই ছবি দেখে নীতু বললেন, "এত সুন্দর ছবি এটা...আমার মন ভাল হয়ে গেল। কী মিষ্টি।" প্রসঙ্গত, কিছুদিন আগেই নীতু সিং এসেছিলেন করণ জোহরের একটি অনুষ্ঠানে। সেখানে, তিনি নানা কথা বলেন। কীভাবে নাতনিকে বাবা বলা শেখাচ্ছেন থেকে, তাঁর নানা অভ্যাস.. এই নিয়েও বেশ গল্প করছিলেন নীতু।