Advertisment

Rishi Kapoor's Birthday: দুই নাতনির সঙ্গে ঋষি, বড়জনকে বান্দরী বলতেন কাপুর সাহেব, বেবি রাহাকে নিয়ে বড় কথা রিধিমার...

Ridhima Kapoor - Rishi Kapoor: দুই নাতনির সঙ্গে জন্মদিন পালন করা হল না ঋষি কাপুরের। মেয়ে রিধিমার এই আফসোস থেকেই যাবে সারাজীবন। যা বললেন, বাবাকে উদ্দেশ্য করে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Rishi kapoor birthday

Rishi Kapoor Birthday: ঋষির কোলে দুই নাতনি...

বলিউড সুপারস্টার ঋষি কাপুরের জন্মদিন আজ। অভিনেতা আজ প্রায় ৪ বছর পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। কিন্তু অভিনেতার জন্মদিন উপলক্ষে অদেখা ছবি এল সমাজ মাধ্যমের পাতায়। শেয়ার করলেন নিতু কাপুর।

Advertisment

আজ তাঁর জন্মদিন। সবকিছু হলেও জীবনে একটাই কাজ করে উঠতে পারেননি ঋষি কাপুর। তাঁর মৃত্যুর পরেই রণবীরের বিয়ে। মেয়ের ঘরের নাতনিকে দেখলেও রাহাকে দেখা হয়নি তাঁর। এই আফসোস সবসময় থাকবে, একবার সাক্ষাৎকারে বলেছিলেন রণবীর। কিন্তু, বর্তমানে সফটওয়ারের যুগে সবটাই সম্ভব। তাই একটি ছবি ভাইরাল হয়েছিল প্রথম দিন থেকেই।

রাহাকে যেদিন প্রথম প্রকাশ্যে আনল রণবীর এবং আলিয়া, সকলে দেখে একটাই কথা বলেছিলেন, যে রাজ কাপুর এবং ঋষি কাপুরের ছাঁচে গড়া সে। যদিও সময়ের নিরিখে এখন অনেকটাই আলিয়ার ছোট ভার্সন লাগে তাঁকে। কিন্তু, আজ রণবীরের বোন রিধিমা বাবাকে উদ্দেশ্যে করে একটি পোস্ট করলেন, যেখানে রাহাকে ঋষির মিনি ভার্সন বললেন তিনি।

দেখুন সেই পোস্ট... 

Rishi Kapoor, Neetu Kapoor, Raha Kapoor, rishi kapoor neetu singh, rishi kapoor family, rishi kapoor wife, rishi kapoor birthday, Neetu Kapoor husband, Neetu singh, alia bhatt, neetu kapoor alia bhatt, alia bhatt neetu singh, alia bhatt neetu Kapoor, Bollywood, Bollywood news

রিধিমা বললেন, "বাবা শুভ জন্মদিন। আমার একটাই কথা মনে হয়, তুমি যদি তোমার দুই নাতনির সঙ্গে জন্মদিন পালন করতে পারতে। তোমার বড় নাতনি বান্দরী এখন অনেক বড় হয়ে গিয়েছে। আর বেবি রাহা খুব মিষ্টি, তোমার ছোট ভার্সন ও। বাবা, তোমার সঙ্গে কাটানো সব মুহূর্তগুলো খুব স্পেশ্যাল। আজ যত দিন যাচ্ছে ততই বুঝতে পারছি।"

ঋষির এক বন্ধু নিজেও রাহার সঙ্গে ঋষির এডিটেড ছবিটি পোস্ট করেছেন। যাতে লেখা, এর থেকে বেশী আর কি কিছু চাইতে পারতাম? আমার প্রিয় বন্ধুর জন্মদিন বলে কথা। সেই ছবি নিতু নিজেও শেয়ার করেছেন। যদিও, সমাজ মাধ্যমে আলিয়ার তরফে কোনও শুভেচ্ছা মেলেনি প্রয়াত শ্বশুরের জন্য।

Rishi Kapoor, Neetu Kapoor, Raha Kapoor, rishi kapoor neetu singh, rishi kapoor family, rishi kapoor wife, rishi kapoor birthday, Neetu Kapoor husband, Neetu singh, alia bhatt, neetu kapoor alia bhatt, alia bhatt neetu singh, alia bhatt neetu Kapoor, Bollywood, Bollywood news

উল্লেখ্য, রাহাকে নিয়ে রণবীর যে কতটা পসেসিভ সেকথা আগেও বহুবার প্রকাশ পেয়েছে। মেয়ের জন্য হাসতে পারেন রণবীর। মেয়ের জন্যই রাতের পর রাত জাগতে পারেন। কিন্তু বাবা ঋষি কাপুরকে নিয়ে আলাদাই দোনামনায় ছিলেন। বাবার জন্য অনেকবার অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হয়েছে তাঁকে। কিন্তু, সেসব এখন অতীত। নিজে বাবা হওয়ার পর যেন বাবা শব্দটার মানে বুঝতে পেরেছেন। আপাতত, সামনে নীতিশ তিওয়ারির রামায়ণে দেখা যেতে চলেছে তাঁকে। পাশাপাশি সঞ্জয় লীলা বানসালির ছবিতে কাজ শুরু করছেন তারা।

rishi kapoor Bollywood Actor ranbir kapoor bollywood actress
Advertisment