Advertisment

Rishi Kaushik as Bangabandhu: বাংলাদেশে হাসিনা সরকারের পতন, এদিকে ইমার্জেন্সিতে বঙ্গবন্ধুর ভূমিকায় বাঙালি তারকা!

Rishi kaushik: অভিনেতাকে দেখে বাংলাদেশের মানুষ খুব উত্তেজিত। তাঁদের কথায়, এমন বঙ্গবন্ধু তাঁরা আগে দেখেননি। এমনকি, তাঁরা এও বলছেন, আপনার এমন চেহারা সত্যিই মুগ্ধ করছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
bangabandhu-tollywood

Rishi Kaushik as Bangabandhu: ঋষি কৌশিক বঙ্গবন্ধুর ভুমিকায়... Photograph: (file Photo)

কিছুদিন আগেই একটি ছবি রিলিজ করেছিল, যেখানে দেখা  গিয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছিলেন, আরেফিন শুভ। আর এবার দেখা গেল টলিপাড়ার আরেক অভিনেতাকে সে চরিত্রে। এবং বাংলা ছবিতে নয়, বরং একটি হিন্দি ছবিতে তাঁকে দেখা গেল।

Advertisment

কঙ্গনার ইমার্জেন্সী ছবির একটি মুখ্য অঙ্গ বঙ্গবন্ধু। কারণ, ইন্দিরা গান্ধীর জীবনে শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ এক দারুণ ভূমিকা রয়েছে। মুক্তিযুদ্ধের সময়, ইন্দিরা গান্ধী এবং আর্মি চিফ শ্যাম মানেক্ষর ভূমিকা অনেকেই জানেন। এবং একারণেই বাংলাদেশে ইমার্জেন্সী বাংলদেশে ব্যান করা হয়েছে। আর সেই ছবিতেই কাজ করেছেন, টলিউডের অভিনেতা ঋষি কৌশিক! ঋষি, যিনি বর্তমানে কাজ করছেন হিন্দি সিরিয়ালেও, তাঁকে দেখা গেল এমন এক দাপুটে রাজনীতিবিদের ভূমিকায়।

যেকথা না বললেই নয়, অভিনেতাকে দেখে বাংলাদেশের মানুষ খুব উত্তেজিত। তাঁদের কথায়, এমন বঙ্গবন্ধু তাঁরা আগে দেখেননি। এমনকি, তাঁরা এও বলছেন, আপনার এমন চেহারা সত্যিই মুগ্ধ করছে। আবার কেউ কেউ এমনও বলছেন, ইন্দিরা গান্ধী সাজে কঙ্গনাকে মানিয়েছে। আর আপনি তো দারুণ।  বঙ্গবন্ধু, যিনি জাতির পিতা হিসেবে পরিচিত, সেই ভুমিকায় রয়েছেন ঋষি কৌশিক। গতকাল একটি ছবি আপলোড করেছেন তিনি। সঙ্গে পরিচালক এবং অভিনেত্রী কঙ্গনা। তিনি একদম বঙ্গবন্ধুর অবতারে ধরা দিলেন ক্যামেরার সামনে। দূর থেকে দেখলে বোঝা সম্ভব না, যে তিনি আদৌ অভিনেতা নাকি অন্য কেউ। পরনে সেই সাদা কালো রঙের পোশাক। সাদা উল্টনো চুল, কী বলছেন অভিনেতা? 

Advertisment

ঋষি সমাজ মাধ্যমে পোস্ট করে লিখছেন, "পরিচালকের একদম সঙ্গে দাঁড়িয়ে। এমারজেন্সির শুটিং-র সময় তোলা ছবি।" দুজনেই বেশ হাসছেন। এদিকে, তাঁকে দেখে অনেকেই বলছেন, কোথায় যেন আপনাকে দেখেছি? আবার কেউ কেউ বললেন, আপনাকে অসাধারণ লাগছে। চেনা যাবে না আপনাকে।  

বলা উচিত, শেষ কিছুমাস বাংলাদেশে যা ঘটে গিয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর যেন বেশি করেও দেশের রাজনৈতিক এবং মানচিত্র সবটাই বদলে গিয়েছে। হাসিনা নাকি এখন ভারতেই আছেন। কিন্তু, বাংলাদেশে বঙ্গবন্ধুর নাম শুনলেও যে ভয়ঙ্কর অবস্থা দেখা যাচ্ছিল, সেখানে তাঁদের দেশের মানুষের এহেন প্রশংসা সত্যিই অনন্য।

Kangana Ranaut Rishi Kaushik
Advertisment