Advertisment
Presenting Partner
Desktop GIF

বাড়িতে বসেই নাচ-গান-অভিনয়ে ছাত্রছাত্রীদের সৃজনশীল রাখছেন ঋষি-স্বাগতা

ঋষি মুখোপাধ্যায় ও স্বাগতা মুখোপাধ্যায়ের পারফরমিং আর্টস প্রশিক্ষণ অ্যাকাডেমি এখন বন্ধ। কিন্তু ছাত্র-ছাত্রীদের শিল্পচর্চায় ছেদ পড়তে দেননি তাঁরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Rishi Mukherjee Swagata Mukherjee vividly keeping their performing arts students engaged in creativity amid lockdown

ঋষি ও স্বাগতা মুখোপাধ্যায়। ছবি: সোশাল মিডিয়া থেকে

বাংলা বিনোদন জগতের অভিনেতা দম্পতি ঋষি ও স্বাগতা মুখোপাধ্যায় বিগত বেশ কয়েক বছর ধরেই অভিনয়-সহ বিভিন্ন পারফরমিং আর্টসের প্রশিক্ষক। তাঁদের প্রতিষ্ঠিত 'অ্যাকাডেমি অফ পারফরমিং আর্টস' থেকে সাম্প্রতিক কালে বহু অভিনেতা-অভিনেত্রী প্রশিক্ষিত হয়ে কাজ করছেন বাংলা টেলিভিশনে ও সিনেমায়। লকডাউনে আপাতত অ্যাকাডেমির দরজা বন্ধ রাখতে হয়েছে। কিন্তু এই গৃহবন্দি দশায় তাঁরা একদিনও ছাত্র-ছাত্রীদের থেকে দূরে থাকেননি। প্রতিদিনই বিভিন্ন পারফরম্যান্স নিয়ে ঘরে বসে তৈরি হচ্ছে ভিডিও-অনুষ্ঠান।

Advertisment

লকডাউন ঘোষণার সময় থেকেই ঋষি-স্বাগতা ঠিক করে নিয়েছিলেন যে এই সময়ে আরও বেশি করে তাঁরা ছাত্রছাত্রীদের সঙ্গে জুড়ে থাকবেন। কারণ ছাত্রছাত্রীদের বেশিরভাগই বয়সে তরুণ। এমন একটি অপ্রত্যাশিত পরিবেশ তাঁদের মনের উপর চাপ সৃষ্টি করতে পারে, অবসাদ আসতে পারে। তাই একটা দিনও সময় নষ্ট না করে ছাত্রছাত্রীদের বিভিন্ন সৃজনশীল কাজের মধ্যে ব্যস্ত রেখেছেন দুজনে।

আরও পড়ুন: লকডাউনে তৈরি টেলি-তারকাদের ৪টি শর্ট ফিল্ম যা দেখতে পারেন অবকাশে

''আমি মনে করি অভিনয়টা অনলাইনে প্রপারলি শেখানো যায় না। কোনও পারফরমিং আর্টসই ঠিক ওভাবে পুরোপুরি শেখানো যায় বলে আমার মনে হয় না। তাই আমরা প্রথমেই ঠিক করেছি যে অনলাইন ক্লাস নেব না। তার পরিবর্তে বরং ওদের ব্যস্ত রাখতে পারি নানা কাজে। আমরা অ্যাকাডেমির ছাত্রছাত্রীর নিয়ে তাই একটা অনলাইন অনুষ্ঠান করছি। ওদের আমরা বলেছি গান-নাচ-আঁকা, যে যা পারো সেটাই ভিডিও করে আমাদের পাঠাও। সেই ভিডিও ক্লিপগুলো নিয়ে ঋষি বাড়িতে বসেই এডিট করে এক একটা এপিসোড তৈরি করছে'', জানালেন স্বাগতা। গান-নাচ থেকে স্কিট, সবই রয়েছে এই এপিসোডগুলিতে। দেখে নিতে পারেন তার একটি নীচের লিঙ্কে ক্লিক করে--

দিনে একটা নয়, এমন ৩টি করে এপিসোড তৈরি হচ্ছে যা শেয়ার করা হচ্ছে সোশাল মিডিয়ায়। এবং এই উদ্যোগে শুধু যে বর্তমান ছাত্রছাত্রীরা রয়েছেন তা নয়, অ্যাকাডেমির প্রাক্তন ছাত্রছাত্রীরাও সামিল হয়েছেন। রেডিও জকি-উপস্থাপক রাই চৌধুরী অ্যাকাডেমির একেবারে প্রথম বর্ষের ছাত্রী। বর্তমান ছাত্রছাত্রীদের নানা পারফরম্যান্স নিয়ে যে এপিসোডগুলি তৈরি হচ্ছে, সেখানে উপস্থাপকের ভূমিকায় রয়েছেন তিনি। তাঁর ভাষ্যের অংশটিও তিনি বাড়িতে মোবাইলে রেকর্ড করে পাঠাচ্ছেন ঋষি মুখোপাধ্যায়ে কাছে। অ্যাকাডেমির ছাত্র এবং টেলি-অভিনেতা সৌম্যরূপ সাহা একজন সুদক্ষ তবলাবাদক এবং বেদান্ত বিশেষজ্ঞও বটে। কোনও এপিসোডে থাকছে তাঁর বেদান্ত নিয়ে বিশেষ স্পিচ আবার কোনও এপিসোডে ঝড় তুলছে তাঁর প্রিয় বাদ্যযন্ত্র, যেমন এই নীচের লিঙ্কটিতে--

''আমাদের এডিট সেট আপ পুরোটাই অ্যাকাডেমিতে। বাড়িতে কিছুই নেই। তবু ঋষি তার মধ্যেই চেষ্টা করছে যতটা এডিট করা যায়। এমন নয় যে শুধুই ভিডিও ক্লিপগুলি জুড়ে দেওয়া হচ্ছে। আমাদের কাছে ছাত্রছাত্রীদের প্রত্যেকটা পারফরম্যান্সই গুরুত্বপূর্ণ। প্রত্যেকদিন ভিডিও কনফারেন্সে আলোচনা হয় যে পরের এপিসোডে কী কী যাবে, সবাই মিলে চেষ্টা করছি এইভাবে ভালো থাকার'', বলেন স্বাগতা।

Lockdown Bengali Actress Bengali Actor
Advertisment