অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্ত টম হ্যাঙ্কস, নিজেই জানালেন টুইটারে

নিজের টুইটার পোস্টে টম লেখেন, "ক্লান্তি, সর্দিকাশি, গায়ে ব্যথা এবং সামান্য জ্বর" হওয়ায় ডাক্তারি পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন তিনি এবং তাঁর স্ত্রী।

নিজের টুইটার পোস্টে টম লেখেন, "ক্লান্তি, সর্দিকাশি, গায়ে ব্যথা এবং সামান্য জ্বর" হওয়ায় ডাক্তারি পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন তিনি এবং তাঁর স্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
tom hanks coronavirus

টম হ্যাঙ্কস। ছবি: অভিনেতার টুইটার পেজ থেকে

করোনাভাইরাসের শিকার হয়েছেন কিংবদন্তী হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস ('ফরেস্ট গাম্প', 'দ্য টার্মিনাল' 'ফিলাডেলফিয়া' 'সেভিং প্রাইভেট রায়ান' এবং আরও অসংখ্য কালজয়ী ছবি) এবং তাঁর স্ত্রী রিটা উইলসন। হ্যাঙ্কস নিজেই একথা জানান একটি টুইটার পোস্টের মাধ্যমে। স্বভাবতই এই খবরে উৎকণ্ঠা ছড়িয়েছে অভিনেতার ভক্তবৃন্দের মধ্যে।

Advertisment

তাঁদের কিছুটা আশ্বস্ত করতে ইন্সটাগ্রামে নিজের মা-বাবার বর্তমান অবস্থার আপডেট দিলেন তাঁদের পুত্র চেট হ্যাঙ্কস।

একটি ভিডিওতে চেট বলেছেন, "হ্যাঁ, খবরটা সত্যি। আমার মা-বাবার করোনাভাইরাস ধরা পড়েছে। অবিশ্বাস্য। এই মুহূর্তে দুজনেই অস্ট্রেলিয়ায়, কারণ বাবার ওখানে শুটিং চলছিল, কিন্তু এইমাত্র ফোনে কথা হলো ওদের সঙ্গে। দুজনেই ঠিক আছে এখন। অতটাও অসুস্থ নয়। এবং চিন্তিত নয় একেবারেই। তার মানে এই নয় যে লাফিয়ে বেড়াচ্ছে, চিকিৎসার স্বার্থে যা যা করণীয়, সবই করছে, অবশ্যই।"

View this post on Instagram

????????❤️

A post shared by ???????????????? ???????????????????? ???????? (@chethanx) on

Advertisment

টম এবং রিটার বড় ছেলে অভিনেতা কলিন হ্যাঙ্কসও তাঁর টুইটার পোস্টে তাঁর মা-বাবার খোঁজ নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন। অনুরাগীদের প্রতি তাঁর বার্তা, তাঁর মা-বাবা "অস্ট্রেলিয়াতে খুবই যত্নে আছেন এবং ভালো আছেন"।

প্রখ্যাত সঙ্গীতশিল্পী শেরিল ক্রো, রিচার্ড মার্কস এবং অভিনেত্রী মিয়া ফ্যারো-র মতো হলিউড ব্যক্তিত্বরাও এই খবরে তাঁদের দুঃখ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।

এর আগে তাঁর নিজের টুইটার পোস্টে টম লেখেন, "ক্লান্তি, সর্দিকাশি, গায়ে ব্যথা এবং সামান্য জ্বর" হওয়ায় ডাক্তারি পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন তিনি এবং তাঁর স্ত্রী। অস্ট্রেলিয়ায় আরেক কিংবদন্তী শিল্পী, প্রয়াত এলভিস প্রেসলি-র জীবনী-ভিত্তিক ছবির শুটিং করছেন প্রখ্যাত পরিচালক বাজ লুহরমান। সেই ছবিতে প্রেসলি-র ম্যানেজার কর্নেল টম পার্কারের ভূমিকায় অভিনয় করছেন টম হ্যাঙ্কস। তারই শুটিং করতে অস্ট্রেলিয়ায় রয়েছেন তিনি ও তাঁর স্ত্রী।

coronavirus