Advertisment
Presenting Partner
Desktop GIF

Actress With Lovers: নতুন বছরের শুরুতে প্রেমিকদের বাহুডোরে নায়িকারা, মধুমিতা এবং ঋতাভরীর নিউ ইয়ার কেমন কাটছে?

Ritabhari Chakraborty-Madhumita Sarcar: টলিপাড়ার দুই সুন্দরী, নিজেদের সম্পর্কের ঘোষণা করেছেন সকলের সামনে। এবং নিজেদের ব্যক্তিগত জীবনের বেশিরভাগ সময়টায় তাঁরা তাঁদের সঙ্গেই সময় কাটাচ্ছেন।

author-image
Anurupa Chakraborty
New Update
ritabhari-madhumita new year

দুই নায়িকার প্রেমময় নতুন বছর... Photograph: (Instagram)

বছর শুরু, আর নতুন বছরে কাছের মানুষদের সঙ্গে সময় কাটাবেন না তারকারা? এও আবার হয় নাকি? নিশ্চই না। দুই অভিনেত্রী, যারা সদ্য সদ্য প্রেমে পড়েছেন, তাঁদের বছরের শুরুটা কাটছে ভালবাসায় এবং আনন্দে। অভিনেত্রী মধুমিতা সরকার এবং ঋতাভরী চক্রবর্তী।

Advertisment

টলিপাড়ার দুই সুন্দরী, নিজেদের সম্পর্কের ঘোষণা করেছেন সকলের সামনে। এবং নিজেদের ব্যক্তিগত জীবনের বেশিরভাগ সময়টায় তাঁরা তাঁদের সঙ্গেই সময় কাটাচ্ছেন। দুজনের নতুন বছর কেমন কাটল? নিজের নিজেদের সমাজ মাধ্যমে শেয়ার করেছেন ভালবাসার মানুষদের সঙ্গে ছবি। দুই তারকাই কিন্তু নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা রাখঢাক করেননি।

নতুন বছরের শুরুতেই ঋতা গেলেন মুম্বাইয়ে। তাঁর প্রেমিক যে সেখানে জনপ্রিয় স্ক্রীপ্ট রাইটার সেকথা অনেকেই জানেন। আর নতুন শুরু যেমন তাঁর কাছে উজ্জ্বল ঠিক তেমনই সুমিতের সঙ্গে মিষ্টি কয়েকটি ছবি তিনি শেয়ার করেছেন। এক তো দারুণ সুন্দর আম্বিয়েন্স, তাঁর সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনার, কী রোমান্টিক সবটা। দুজনে একসঙ্গে মোমবাতির আলোয় মুহূর্ত ভাগ করে নিয়েছেন। যদিও, তাঁদের সঙ্গে ছিলেন তাঁদের আরেক আপনজন, তাদের ভাই।

Advertisment

এবার আসা যাক মধুমিতা সরকার এর প্রসঙ্গে। ছোটবেলার বন্ধুর মাঝেই নতুন করে ভালবাসা খুঁজে পেয়েছেন তিনি। দেবমাল্যর সঙ্গে সুখের জীবন শুরু করেছেন। তাই বছরের শুরুতে, দুজনে একসঙ্গেই সময় কাটালেন। অভিনেত্রীর সমাজ মাধ্যমে রয়েছে সেসব ছবি। তিনি বেশ কিছু স্টেটমেন্ট শেয়ার করেছেন সমাজ মাধ্যমে। যেখানে লেখা...

স্ক্রিন থেকে স্টেজ, আমার হৃদয় থেকে তোমার হৃদয়, অপেক্ষায় থাকো। কারণ, ২০২৫ শুধুই আমাদের। তাছাড়া, প্রেমিকের সঙ্গে ঘুরে গিয়ে তিনি আপলোড করলেন বেশ কয়েকটি ছবি। তাঁর বাহুলগ্না অভিনেত্রী। প্রেমিকের উদ্দেশ্যে তিনি লিখলেন, অনেক ভালবাসি তোমায়। যদিও, দুজনে এইবছর বিয়ে করছেন কিনা সেই নিয়েও অনেক প্রশ্ন উঠছে। কিন্তু, অভিনেত্রী একবার ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে জানিয়েছিলেন, যে বিয়ে তো করবেনই। সবটাই সময়ের অপেক্ষা।

কিন্তু, ঋতাভরী? অভিনেত্রী তাঁর আগের সম্পর্কে ইতি টানার বেশ কিছুদিন পরেই নতুন সম্পর্কে জুড়েছেন। এখন কেরিয়ারের মধ্য গগনে তিনি বিয়ে করছেন কী না? সেটাই দেখার।

tollywood tollywood news Tollywood Actress Ritabhari Chakraborty Madhumita Sarkar
Advertisment