Satabdi And Ritabhari: বহুবছর পর পর্দায় ফিরছেন এক টলি অভিনেত্রী। একসময় যিনি ইন্ডাস্ট্রির লিডিং নায়কদের সঙ্গে কাজ করেছিলেন, রাজনীতির চাপে হারিয়ে গিয়েছিলেন পর্দা থেকে। বহুদিন ফেরেননি ক্যামেরার সামনে। হ্যাঁ, প্রচারের কাজে তাঁকে দেখা গিয়েছে বহুবার। তখন যদিও বা ক্যামেরা ফেস করেছেন। কিন্তু সিনেমার পর্দায় বহুদিন পর তাঁকে দেখা যেতে চলেছে।
কিছুদিন আগেই পরিচালক মৈনাক ভৌমিক, নিজের ছবি 'ভাগ্যলক্ষী' উপহার দিয়েছেন দর্শকদের। সেই ছবি একদম অন্য ধরনের ছিল। কিন্তু, এবার মৈনাক একদম অন্য ধরনের ছবি নিয়ে আসতে চলেছেন। তাঁর নতুন ছবির নাম 'বাৎসরিক'। সেই ছবিতে দেখা যেতে চলেছে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে ( Ritabhari Chakraborty )। এবং সঙ্গে থাকতে চলেছেন শতাব্দী রায় ( Satabdi Roy )। হ্যাঁ! শাসকদলের এই নেত্রীকে দেখা যাবে বড়পর্দার বুকে।
মৈনাক কেন শতাব্দীকে বেছে নিলেন?
পরিচালক জানিয়েছেন, এমন একজনকে খুঁজছিলেন তিনি যাকে মানুষ অনেকবছর বড়পর্দায় দেখেননি। শতাব্দীর সঙ্গে সম্প্রতি আলাপ হয়েছে। এবং তাঁর গল্পটা বেশ ভাল লেগেছে। সেই কারণেই এই ছবিতে রয়েছেন তিনি। এবং প্রায় বছর ১০ হয়ে গেল শতাব্দী ক্যামেরার সামনে দাঁড়াননি। রাজনৈতিক ব্যস্ততা কাটিয়ে, ছবির সুযোগ এলেও কাজ করে হয়ে ওঠা হয়নি। কিন্তু, এবার সুযোগ। মৈনাক এর সঙ্গে শুটিং এর ডেট নিয়ে সমস্যা হয়নি তাঁর।
কেমন হতে চলেছে এই গল্প?
জানা যাচ্ছে, এই গল্প সুপার্ন্যাচারাল হতে চলেছে। গল্প দুই নারীকে কেন্দ্র করে। এমন একটি ঘটনা ঘটে, যেখানে দুই নারীর জীবন নিমেষেই বদলে যায়। শতাব্দী হারান তাঁর ভাইকে। অন্যদিকে ঋতাভরী হারান তাঁর স্বামীকে। দুজনের সমীকরণ কিছুটা হলেও এক দিকে মোড় নেয়। সেই নিয়েই এই গল্প।
উল্লেখ্য, ঋতাভরীর শেষ কাজ বহুরূপী। যেখানে তিনি বেশ প্রশংসা কুড়িয়েছেন। এমনকি তাঁর অভিনয় পরিচালক নন্দিতা রায় দারুণ খুশি হয়েছিলেন। একজন, অভিনেত্রী হিসেবে তিনি নিজেকে প্রমাণ করেছেন।