গতকাল ইডেন গার্ডেনস জুড়ে শুধুই মাহি ঝড়! কলকাতা যেন কাল হলুদ রূপ নিয়েছিল। মাহি ম্যাজিকে মেতে উঠেছিল গোটা কলকাতা। কে কে আর এর সঙ্গে খেলা হলেও বেগুনি নয়, এদিন মাঠ জুড়ে শুধুই ধোনি। প্রতিবারের মত, এবারও হাজির ছিলেন টলিপাড়ার অনেকেই। তাঁর মধ্যে ঋতাভরী অন্যতম।
Advertisment
একদিনে CSK- ফ্যানে ছড়াছড়ি, তারইমধ্যে বেগুনি ভক্ত ঋতাভরী। গতকাল খেলা দেখতে গিয়ে, অভিনেত্রী নিজেও বেশ আপ্লুত। একেই ধোনি খেলছেন বলে কথা, তারসঙ্গে হইহই-রইরই কাণ্ড! ছবি শেয়ার করে সকলের বিপক্ষে গিয়ে অভিনেত্রী বলছেন, "ম্যাচ ডে! সে যাই বলুন না কেন, কেকেআর আমার মনে রাজ করছে। আমরা জিতি অথবা হারি, আমরা কলকাতা! আমরা রাজ করবই"।
যদিও এরপর অভিনেত্রীকে নিয়ে আবারও চর্চা। স্রোতের বিপরীতে গা ভাসিয়েছেন তিনি। কেকেআর ফ্যান ঋতাভরীকে সকলেই কটাক্ষ করে বলছেন, ওটা কেকেহার! আবার কেউ কেউ এমনও বললেন, কালকে মাঠে KKR-ফ্যান ছিল? থাকলেও চোখে পড়েনি। যদিও ধোনির প্রশংসা করতে ভুল হল না তার। এক ভক্তের মন্তব্যে পাল্টা দিলেন তিনি। বললেন, "জানি! ধোনি ছিলেন মাঠে, উনি একজন কিংবদন্তি, কোনও প্রশ্নই ওঠে না"।
ঋতাভরীর সঙ্গে সেদিন মাঠে ছিলেন জুহি চাওলা। কিন্তু ধোনি ঝরে সবকিছুই অলটপালট। কলকাতার মানুষ যে আবারও একজন মানুষকে চরম ভালবাসতে পারে, সেটাও দেখিয়ে দিল। ঋতাভরীর উদ্দেশ্যে তাঁরা বলছেন, আপনি মাঠে ছিলেন, নিজের জায়গার দলকে সাপোর্ট করলেও এই দলে একটাও বাঙালি নেই। তাহলে কীসের কলকাতা?
উল্লেখ্য, গতকালের ম্যাচ নিয়ে চরম শোরগোল। বাঙ্গালির শুধুই অন্যদিকে চোখ, তাঁরা নিজেদের মানুষদের সঙ্গেই প্রতারণা করে! কলকাতায় হলুদ ঝড় দেখে রেগেও গিয়েছেন অনেকেই। ধোনিকে ভালবাসার অর্থ চেন্নাইকে সাপোর্ট করা একথা মানতে তাঁরা নারাজ। আবার কেউ বলছেন, এজন্য বাঙালির কিছু সম্ভব না। তাঁরা বাংলা সিনেমা হোক অথবা ক্রিকেট কোথাও নিজেদের কাউকে পছন্দ করেন না।