/indian-express-bangla/media/media_files/2025/08/27/rita-2025-08-27-13-31-34.jpg)
কী বলছেন তিনি?
বাংলার কাছে আজ যেন এক গর্বের সকাল। কারণ, এই বাংলার এক মেয়ের ছবি যাচ্ছে অস্কারের মঞ্চে। বহুদিন ধরেই যেন বাংলা ছবিকে নিয়ে আন্তর্জাতিক স্তরে আলোচনা হয়নি। প্রতিবছর বাংলা ছবিকে অস্কারে পাঠানো হয়, কিন্তু যে বাংলা ছবি একসময় আন্তর্জাতিক স্তরে রাজ করত, সেটা এখন অতীত। এবার বঙ্গ অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর পাপা বুকা যাচ্ছে অস্কারে।
অভিনেত্রীর এই ছবির শুটিং হয়েছিল পাপুয়া নিউ গিনিতে। সেখানের সরকার মারফত এই খবর জানানো হয়েছে, যে অভিনেত্রীর এই ছবি যাচ্ছে অস্কারে। ফিচার ফিল্ম সেকশনে যাচ্ছে এই ছবি। এই প্রসঙ্গেই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল তাঁর সঙ্গে। তিনি কী জানালেন? আজ বাংলাতেও উৎসবের মরশুম। গণপতি উৎসবের আমেজ চারিদিকে। আর তাঁর মনেও এই খুশির খবরের রঙ লেগেছে।
অভিনেত্রীর কথায়, "আমি এই ছবিতে অভিনয় করেছি অর্থ, এটা বাংলার-ও ছবি। সেই ছবি অস্কারে যাচ্ছে মানে, কোথাও যেন আমি বাংলার মেয়ে হয়ে বাংলা ছবিকে আবারও আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে পারলাম। এটাই আমার কাছে আনন্দের। এটা যে কতটা আনন্দের আমার কাছে, সেটা বলে বোঝাতে পারব না। আমি খবরটা মাথায় নেব নাকি গায়ে মাখব, সেটা বুঝে উঠতে পারছি না।"
বাংলা ছবিকে নিয়ে আগে অস্কারের মঞ্চে মাতামাতি হত। অভিনেত্রীর এখন খুব আফসোস হয়, যে এখন সেই ঘটনা খুব একটা দেখা যায় না। বাংলা ছবি নিয়ে আন্তর্জাতিক স্তরে কথা হবে। বাইরের সবাই এই বাংলায় কাজ করতে আসবে, এমন গল্পই করছিলেন তিনি। বললেন, "একসময় ঋতুদার কত ছবি গিয়েছে। এখন খুব কম ছবি যায়, আমাদের ঐতিহ্য-পরম্পরা কোথাও যেন ফিকে হয়ে যাচ্ছে।" তবে তিনি এও জানান, আগামী মাসে পাপুয়া নিউ গিনিতে এই ছবি রিলিজ করতে চলেছে। যেহেতু ভারত এবং ঐদেশ - দুজনের মিলিত প্রযোজনা, তাই কবে এই ছবি এখানে রিলিজ করবে সেই প্রসঙ্গে এখনও তিনি জানেন না। তবে, সারাদেশ জুড়ে, বলা উচিত বিশ্বজুড়ে অনেক মানুষ কাজ করেছেন এই ছবিতে। তাঁরা সকলে যে পাপুয়া নিউ গিনিতে যাবেন, একথা সাফ জানালেন।