লক্ষ্মীপুজোয় তোড়জোড় ঋতাভরীর বাড়িতে, আড়ম্বরে দেবী আরাধনা, দেখুন

কী কী রয়েছে এবারের ভোগে?

কী কী রয়েছে এবারের ভোগে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
NULL

ঋতাভরীর বাড়িতে লক্ষ্মী আরাধনা

পুজোয় ব্যস্ত ঋতাভরী। নিষ্ঠাভরে আয়োজনে ব্যস্ত অভিনেত্রী। লক্ষ্মীপুজোর দিন লক্ষ্মীমন্ত হয়ে বসেছেন ঋতাভরী।

Advertisment

পরনে লাল পোশাক, সুন্দর করে সেজে লক্ষ্মীপুজোর আয়োজনে বসেছেন অভিনেত্রী। আয়োজনের শেষ নেই। আড়ম্বরে হচ্ছে পুজো। পদ্ম থেকে গাঁদা ফুলের মালা, ফুলের বাহারে সাজিয়ে তুলেছেন ঋতাভরী। মা লক্ষ্মীও সেজেছেন সুন্দর ভাবে। লাল বেনারসী পরনে তিনিও সেজে উঠেছেন।

এদিকে, ঋতাভরী কাজের ফাঁকে সুন্দর মুহূর্ত তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ায়। লিখলেন, তোড়জোড় চলছে। নিজেই গুছিয়ে দিচ্ছেন ফুলের ডালা। পদ্ম ছাড়িয়ে নিলেন, সঙ্গেই পঞ্চ প্রদীপ থেকে চন্দন বাটা, নিজে হাতে গুছিয়েছেন সবকিছুই।

Advertisment

এদিকে, ভোগের আয়োজন একেবারেই কম নয়। ঋতাভরীর বাড়িতে খিচুড়ি থেকে পাঁচরকম ভাজা, মিষ্টি সবকিছুই রয়েছে। একা হাতে সবকিছু সামলেছেন তিনি। সুন্দর আয়োজন মন কাড়বে তাঁর অনুরাগীদের। কিন্তু, ঋতাভরীর পুজোর সাজ এখানেই শেষ নয়।

ভিডিওর মাঝেই বললেন, এখনও সাজুগুজু করি নি। সন্ধেবেলায় পুজো। সাজুগুজু পরে হবে। তবে এটুকু সাজেই যে তাকে অপরূপা লাগছে একথা বলাই যায়। হালকা সাজেই নিদারুণ সুন্দর সেজেছেন বং ক্রাশ। এখন সন্ধ্যেতে কী তাক লাগান, সেটাই দেখার।

Bengali Actress Bengali Television Ritabhari Chakraborty Laxmi Puja