Ritabhari Chakraborty: 'ইন্ডাস্ট্রিতে বহুরূপী না বরং গিরগিটি রয়েছে...', ঠোঁটকাটা ঋতাভরী চক্রবর্তী
Ritabhari Chakraborty news: অভিনেত্রী তাঁর নতুন ছবির প্রমোশন করার পাশাপাশি নারী অত্যাচার নিয়ে আওয়াজ তুলেছেন। এবারও সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন...
Ritabhari Chakraborty news: অভিনেত্রী তাঁর নতুন ছবির প্রমোশন করার পাশাপাশি নারী অত্যাচার নিয়ে আওয়াজ তুলেছেন। এবারও সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন...
Ritabhari-Bohurupi: অভিনেত্রীদের তরফে শেষ কিছুমাসে যে তৎপরতা দেখা গিয়েছে, সেটি কিন্তু প্রসংশার যোগ্য। আরজি কর কান্ডের প্রতিবাদে যেভাবে সরব হয়েছেন অভিনেত্রীরা, এমনকি টলিউডের নানা কান্ড সামনে আসছে। পরিচালক থেকে প্রযোজক একের পর এক নাম উঠে আসছে।
Advertisment
অভিনেত্রীরা নিজেদের নিগ্রহের কথা সাফ জানাচ্ছেন প্রকাশ্যে। তাঁরা অভিযোগ দায়ের করার পাশাপাশি এমনও বলছেন, যে অনেকেই সামনে আসতে চান তারা, কিন্তু আজও এই অ্যাটেনশন পার করে, এগিয়ে আসতে পারবেন না। এমনকি, অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী বলছেন, ইন্ডাস্ট্রিতে...
অভিনেত্রীই প্রথম যিনি মাননীয়া মুখ্যমন্ত্রীর নজর আকর্ষণ করে চিঠি লিখেছিলেন। তাঁকে জানিয়েছিলেন যে, এই ইন্ডাস্ট্রিতে মুখোশের আড়ালে যত মুখ, তাঁরা কেবলই মেয়েদের মাংস ও রক্তের দলা ছাড়া কিছুই বোঝেন না। আর এবার নিজের ছবির সাক্ষাতকারে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি বলছেন, ইন্ডাস্ট্রিতে বহুরূপী আছে কি নেই? শিবপ্রসাদ এবং নন্দিতা রায়ের নতুন ছবিতে আবির চট্টোপাধ্যায় এর বিপরীতে দেখা যাচ্ছে তাঁকে।
প্রশ্ন, ছিল ইন্ডাস্ট্রিতে বহুরূপী রয়েছে? আর পরিপ্রেক্ষিতে তিনি বলছেন... "এই ইন্ডাস্ট্রিতে বহুরূপী না, বরং গিরগিটি রয়েছে। এই নিয়ে শুরু করলে, আর শেষ হবে না। তাঁর থেকে আগে এগিয়ে যাওয়া উচিত।" এখানেই শেষ করলেন না। অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, যে তিনি কি নিজের জন্যই আওয়াজ তুললেন, নাকি আরও বাকিদের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতেই একাজ করলেন?
Advertisment
আসন্ন তাঁদের ছবি বহুরূপী- এক্সপ্রেস ফটোঃ শশী ঘোষ
উত্তরে অভিনেত্রী বললেন, "আমি জানো তো, গার্লস গার্ল। কেন বলছি? তাঁর একটা কারণ রয়েছে। আমি মেয়েদের পাশে দাঁড়াতে ভালবাসি। ইন্ডাস্ট্রিতে যখন যার বিপদ হয়েছে তখন কিন্তু আমি তাঁর সঙ্গে থেকেছি। এবং একটা কথা আজ বলছি, যখন নুসরত জাহানের পাশে কেউ থাকেনি, তখন আমি ছিলাম। আমি ওকে বোন বলেছিলাম। সুতরাং, সেটা কিন্তু আমি রেখেছিলাম।"
উল্লেখ্য, শেষ কিছু সময়ে দেখা গিয়েছে অভিনেত্রী একদম অন্যধরনের ছবিতে অভিনয় করছেন। ফাটাফাটি হোক কিংবা ব্রহ্মা জানেন গোপন কম্মটি এমন ছবিতে তাঁকে দেখা গিয়েছে। বর্তমানে তাঁকে দেখা যাবে বহুরূপী ছবিতে।