Advertisment
Presenting Partner
Desktop GIF

Ritabhari Chakraborty: 'স্বর্গে যদি যেতেই হয়..', ঋতাভরী চক্রবর্তীর হলটা কী?

Ritabhari Chakraborty News: ঋতাভরী, তাঁর জীবনে বহু মানুষের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছেন নিজের কাজের দরুন। শুধু তাই নয়, বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়ে তাঁর যে শান্তি মনে হয়, সেকথা অনেকবার শেয়ার করেছেন অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ritabhari news

কী বলছেন আর কেন বলছেন অভিনেত্রী...

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী নানা ধরনের সমান সেবামূলক কাজ করে থাকেন। তাঁর বিশেষ দিন থেকে শুরু করে বছরের শুরু এমনকি বিশ্ব উৎসবে বাচ্চাদের সঙ্গে তাঁকে সময় কাটাতে দেখা যায়। পুজোতেও অভিনেত্রী বিশেষ উপহার দেন সকলকে। এবারও তাঁর ব্যতিক্রম না।

Advertisment

ঋতাভরী, তাঁর জীবনে বহু মানুষের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছেন নিজের কাজের দরুন। শুধু তাই নয়, বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়ে তাঁর যে শান্তি মনে হয়, সেকথা অনেকবার শেয়ার করেছেন অভিনেত্রী। গতবছর শেষে, নতুন প্রেমিককে সঙ্গে নিয়েই নিজের স্কুলের বাচ্চাদের সঙ্গে ক্রিসমাস পালন করেছেন। মুক এবং বধির বাচ্চাদের সঙ্গে তাঁর আত্মার সম্পর্ক। আজও, একটি ছবি আপলোড করেছেন অভিনেত্রী।

জীবনের বিশেষ কিছু হলেই তাঁদের সঙ্গে সময় কাটাতে যান অভিনেত্রী। আজ যে ছবি আপলোড করেছেন, সেখানেই তিনি জানিয়ে দিলেন কোনোদিন যদি তাঁকে স্বর্গে যেতে হয় তাহলে সেই জায়গা কেমন হতে হবে? একদল মিষ্টি ছানাদের সঙ্গে নিয়ে, দেখা গেল অভিনেত্রীকে। এবং সেই ছবির ক্যাপশনে লিখলেন তাঁর মনের ইচ্ছে। এই তো সেদিন, সমাজ মাধ্যমে তিনি এক ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছিল, একা থাকতে চান। কিন্তু চারপাশে এহেন মিষ্টি মানুষরা থাকলে নিশ্চই সেটা মনে হবে না?

Advertisment

অভিনেত্রী সেই ছবির ক্যাপশনে লিখলেন, "আমি যদি কোনোদিন মারা যাই এবং স্বর্গে যাই, তাহলে সেই জায়গা যেন এরকম দেখতে হয়। এত সুন্দর হয়।" অভিনেত্রী ঘিরে রেখেছেন তাঁর ছোট্ট ছোট্ট সব বন্ধুদের। বাচ্চাদের আদরে সে পরিপূর্ণ। আর সেই মুহূর্ত যেন সত্যিই স্বর্গের মত। এমন জায়গা, সহজে মানুষের জীবনে আসে না। কিন্তু, এ যে ঈশ্বরের খুব কাছের জায়গা, সেকথা অস্বীকার করার মতো নয়।

উল্লেখ্য, গতবছর বাংলার ব্লকবাস্টার ছবিগুলোর মধ্যে একটি ছবি বহুরূপীর অংশ ছিলেন অভিনেত্রী। সেই ছবি নিয়ে নতুন করে বলার আর কিছু থাকে না। এই ছবির সাফল্যে আজও ডগমগ তিনি। সঙ্গে সঙ্গে নিজের নতুন সম্পর্কের ঘোষণা করেছেন তিনি। পুরোনো সব ভুলে নতুন করে শুরু করেছেন।

Tollywood Actress Ritabhari Chakraborty tollywood tollywood news
Advertisment