Advertisment
Presenting Partner
Desktop GIF

Ritabhari Chakraborty: ৪ বছরে তিনটে সার্জারি! কেন ধরে বেঁধে আটকে রাখা গেল না ঋতাভরীকে?

Ritabhari Chakraborty news: একের পর এক ছবি রিলিজ করেছে। বেশিরভাগ ছবি হিট দিয়েছেন তিনি। ফাটাফাটি থেকে ব্রহ্মা জানেন গোপন কম্মটি থেকে নানা ধরনের ছবিতে দেখা গিয়েছে তাঁকে। আর এবার এবছরের মত শেষ ছবির ঘোষণা করেছেন তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
ritabhari news

Ritabhari Chakraborty: যা যা হয়েছিল তাঁর সঙ্গে...

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর জীবনে শেষ কিছু বছরে অনেককিছুই ঘটেছে। প্রেম থেকে শুরু করে শারীরিক বিপত্তি নানা কিছুর মধ্যে দিয়ে গিয়েছেন অভিনেত্রী। এবার, নিজের সেসব দিনের কথা জানালেন অভিনেত্রী নিজেই।

Advertisment

তিনি এর আগে ফাটাফাটি ছবি রিলিজের সময় ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানিয়েছিলেন, ২৫ কেজি ওজন বাড়িয়েছিলেন তিনি। নানা ধরনের শারীরিক অবক্ষয় এবং চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে গিয়েছিলেন তিনি। অনেক অপারেশন, অনেক মানসিক অশান্তির মধ্যে দিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু, তাঁকে থামানো যায় নি।

একের পর এক ছবি রিলিজ করেছে। বেশিরভাগ ছবি হিট দিয়েছেন তিনি। ফাটাফাটি থেকে ব্রহ্মা জানেন গোপন কম্মটি থেকে নানা ধরনের ছবিতে দেখা গিয়েছে তাঁকে। আর এবার এবছরের মত শেষ ছবির ঘোষণা করেছেন তিনি। অভিনেত্রী সমাজ মাধ্যমে লিখছেন...

৪ বছরে ৩টি সার্জারি আমাকে নামাতে পারেনি এবং কারণটি আমার দর্শক। গত ৪ বছরে আমি যতটা যুদ্ধ করেছি তার চেয়ে বেশি যুদ্ধ করেছি যা আমার কখনও প্রয়োজন হবে আমি ভাবিনি। যদিও বেশিরভাগই স্বাস্থ্যগত দিক থেকে। কিন্তু এখানে যখন আমি পিছনে ফিরে তাকাই তখন আমি যে প্রকল্পগুলি পেয়েছি তার জন্য আরও কৃতজ্ঞ আমি। দর্শকরা তাদের প্রতি ভালবাসার বর্ষণ করেছেন। 

নতুন কী ছবি আসছে তাঁর?

অভিনেত্রীকে দেখা যেতে চলেছে পাপা বুকা ছবিতে। ডাঃ বিজুর এই ছবিতে আরও থাকছেন, সিনে ববড়ো, প্রকাশ বারে, জন সাইক। এছাড়াও দেখা যেতে চলেছে, গৃহস্থ আর ছবিতে। অভিনেত্রী জানিয়েছেন, কবে কোথায় কখন এগুলো দেখা যাবে সেই আপডেট তিনি নিজেই জানাবেন। তিনি বলছেন, যেগুলো রিলিজ করেনি, আমি সেগুলোর জন্যও খুব গর্বিত। পাশে থাকার জন্য ধন্যবাদ।

প্রসঙ্গত, অভিনেত্রীকে দেখা গিয়েছে বহুরূপী ছবিতে। যেখানে তিনি পরীর ভূমিকায় অভিনয় করে যেভাবে তাঁর পরিচালককে খুশি করেছেন, তেমনই দর্শকদের মুগ্ধ করেছেন।

পোস্ট প্রোডাকশনে পাপা বুকা এবং গৃহস্থ আর - তাই কখন কোথায় দেখবেন তা শীঘ্রই শেয়ার করব। তবে আমি মুক্তিপ্রাপ্ত প্রকল্পগুলির মতো অপ্রকাশিত প্রকল্পগুলির জন্য সমানভাবে গর্বিত৷ ধন্যবাদ পাশে ঠাকুর জনে। এই বছর শেষ হচ্ছে আরেকটি ব্যাঙ্গার দিয়ে - শীঘ্রই ঘোষণা করা হচ্ছে।

Tollywood Actress Ritabhari Chakraborty tollywood tollywood news
Advertisment