Ritabhari Chakraborty: 'আমি যা করি তোমার জন্যই...', প্রেমিক সামনে থাকতেও কাকে মিস করছেন ঋতাভরী?

Ritabhari Chakraborty News: ঋতাভরী একটি ছবি শেয়ার করলেন। যেখানে দেখা যাচ্ছে তাঁর মনের মানুষ সুমিত এবং না শতরূপা সান্যালকে। শতরূপাকে মিষ্টি মুখ করাচ্ছেন সুমিত।

Ritabhari Chakraborty News: ঋতাভরী একটি ছবি শেয়ার করলেন। যেখানে দেখা যাচ্ছে তাঁর মনের মানুষ সুমিত এবং না শতরূপা সান্যালকে। শতরূপাকে মিষ্টি মুখ করাচ্ছেন সুমিত।

author-image
Anurupa Chakraborty
New Update
ritabhari news

Ritabhari Posts: কী বলছেন অভিনেত্রী?

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী নিজের সমাজ মাধ্যমে সবসময় খুব সক্রিয়। তিনি নিজের জীবনের নানা আপডেট শেয়ার করেন সেখানে। শুধু তাই নয়, অভিনেত্রীকে ছবি সংক্রান্ত তথ্যের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলতে দেখা যায় খোলাখুলি।

Advertisment

তিনি এর আগে প্রকাশ্যেই জানিয়েছিলেন, প্রেম নিয়ে কথা বলতে এখনই তিনি প্রস্তুত না। সম্পর্কের বিষয়ে ভাবার এখন সময় আছে। তবে, কিছুদিন আগেই দীপাবলী উপলক্ষে কাছের মানুষের সঙ্গে দেখা করিয়ে দিয়েছেন তিনি। আর আজ তাঁর মায়ের সঙ্গে কেমন সম্পর্ক সুমিতের সেটাই জানিয়ে দিলেন। অভিনেত্রী তাঁর দুই স্তম্ভের সঙ্গে দেখা করালেন। তাঁদের মধ্যেও যে সম্পর্ক যে বেশ ভাল তাই দেখা গেল।

ঋতাভরী একটি ছবি শেয়ার করলেন। যেখানে দেখা যাচ্ছে তাঁর মনের মানুষ সুমিত এবং না শতরূপা সান্যালকে। শতরূপাকে মিষ্টি মুখ করাচ্ছেন সুমিত। সেই ছবি শেয়ার করেই তিনি লিখলেন, আমার জীবনের দুই স্তম্ভ। জীবনে এর আগে প্রেম এসেছিল তাঁর, চিকিৎসক তথাগতকে মন দিয়েছিলেন তিনি। কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি।

Advertisment

তবে, সুমিতের সঙ্গে নতুন সম্পর্কের ঘোষণা করে যে তিনি আশাবাদী সেকথা জানিয়েছেন প্রকাশ্যেই। সুমিতের সঙ্গে বসেই তিনি জওয়ান ছবির সংলাপ লিখেছিলেন। সেকথাও জানিয়েছিলেন নিজেই। তথাগতর সঙ্গে সম্পর্কে ইতি টানার পর, সেকথাও রাখঢাক করেননি। তবে এতকিছুর পর, একজনকে ভীষণ মিস করছেন তিনি। যার কথাও জানালেন নিজেই।

অভিনেত্রী যা করেন, তাঁর জন্যই করেন। বরং তাঁর আদর্শ মেনে করেন। দুই স্তম্ভ তাঁর জীবনে থাকলেও অভিনেত্রী যাকে মিস করেন তিনি তাঁর দিদা। তাঁর ছবিতে অভিনেত্রী লিখছেন, আমি যা করি, শুধু তোমার জন্যই দিদামা। তোমায় প্রতিদিন আমি খুব মিস করি। উল্লেখ্য, অভিনেত্রী আসন্ন তাঁর ছবিও ঘোষণা করেছেন।

এসকে মুভিজের সঙ্গে গৃহস্থ ছবি সাক্ষর করেছেন তিনি। শুধু তাই নয়, গত কিছু সময় ধরে তাঁকে যে ধরনের চরিত্রে দেখা গিয়েছে তাতে তিনি বেশ প্রশংসা কুড়িয়েছেন। আসন্ন ছবিতেও যে তাঁকে বেশ গুরুত্বপূর্ন চরিত্রে দেখা যাবে তা নিশ্চিত।

Tollywood Actress Ritabhari Chakraborty tollywood tollywood news