মাতৃত্বের স্বাদ, গর্ভবতী ঘোষণার পরেরদিনই প্রকাশ্যে ঋতাভরীর 'বেবি বাম্প'

অন্তঃসত্বা অবস্থায় চূড়ান্ত রহস্যের গন্ধ পাচ্ছেন অভিনেত্রী?

অন্তঃসত্বা অবস্থায় চূড়ান্ত রহস্যের গন্ধ পাচ্ছেন অভিনেত্রী?

New Update
Ritabhari chakraborty pregnant? Actress shared a post

মাতৃত্ব ঋতাভরীর

ঋতাভরী চক্রবর্তী গতকাল জানিয়েছেন, তিনি মা হতে চলেছেন। এবার সেই ছবি নিজেরই সকলের সামনে আনলেন। ঠিক যেমনটা বোঝা গিয়েছিল তাই। হ্যাঁ, মা হতে চলেছেন তিনি। তবে, একটু অন্যভাবে?

Advertisment

গতকালই, সন্দেহ প্রকাশ করেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। বাস্তবে নয়, অভিনেত্রী যে নিজের পরবর্তী প্রজেক্টের ঘোষণা করেছেন একথা আগেই জানানো হয়েছিল। এবার, তিনি অন্তঃসত্বা অবস্থায় ছবি দিলেন। সন্তান সম্ভবা অভিনেত্রী। নয়মাস এর অন্তঃসত্বা তিনি। আগলে রেখেছেন মা দুর্গা। পরনে, লাল রঙের শাড়ি। হাসিমুখেই সুখবরের ঘোষণা করলেন তিনি।

Advertisment

এবার, নন্দিনী হিসেবে আসার পালা। চরিত্রের নাম স্নিগ্ধা। লিখলেন, "আমি এবং আমার স্বামী ঋতম সন্তানের অপেক্ষায়। আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমরা প্রেগনেন্ট।" একজন গর্ভস্থ শিশু এবং তাঁর মায়ের গল্প। এর আগে শোনা যায়নি। ফের একবার অন্যতম চরিত্র। তাঁর সঙ্গে অভিনেত্রীর এই প্রথম ওয়েব ডেবিউ। ওয়েব প্লাটফর্মে আসতে চলেছেন তিনি। নয় মাস, নয়টা এপিসোড - নন্দিনী কে?

আরও পড়ুন - অন্তঃসত্বা ঋতাভরী চক্রবর্তী! প্রকাশ্যে জানালেন সঙ্গীর নাম

নতুন সিরিজের নাম নন্দিনী। ১৫ই অক্টোবর রিলিজ করতে চলেছে এই ওয়েব সিরিজটি। গল্প প্রসঙ্গে তিনি লিখলেন, "আমার গর্ভস্থ শিশু, সে আমায় নানা বিষয়ে ওয়ার্নিং দিচ্ছে। আমি স্নিগ্ধা, নন্দিনীর মা, এই যাত্রাপথে যাওয়ার জন্য শক্তি এবং ভালবাসা চাই। শুধু একটা ফোন কল, এই রহস্যের শেষ দেখে ছাড়ব।"

নানা প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন অভিনেত্রী। বিয়ে নিয়েও কোনদিন মুখ খোলেননি তিনি। চিকিৎসক তথাগতর সঙ্গে সম্পর্ক নিয়ে উচ্চবাচ্য করেন না। তবে, ঋতাভরীর সুখবরে আপ্লুত টলিপাড়া। সকলেই সাধুবাদ জানালেন তাঁকে। কিন্তু, অভিনেত্রী রহস্য জিইয়ে রাখতে চেয়েও সেটি শেষ পর্যন্ত ধরে রাখতে পারলেন না।

bollywood Ritabhari Chakraborty Entertainment News