/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/rita.jpg)
ritabhari in OT- এখন কেমন আছেন অভিনেত্রী?
ঋতাভরী চক্রবর্তীর নাম শুনলেই প্রথমে মাথায় আসে ওগো বধূ সুন্দরীর সেই ললিতার কথা। অভিনেত্রীর প্রথম সিরিয়াল, কিন্তু তাতে যে জনপ্রিয়তা তিনি পেয়েছিলেন, সেই কথা আজও বলে দিতে হবে না।
বিশেষ করে ললিতা এবং ঈশানের কেমিস্ট্রি দেখার জন্য অনেকেই বসে থাকতেন। সেই মানুষটিকে যদি চোখের সামনে এই অবস্থায় দেখা যায়, তবে কি আর কারওর মাথার ঠিক থাকে। কিন্তু, এখানেই শেষ না। চোখের সামনে এখন তারকাকে দেখা, আর একজন পেশেন্টকে দেখা নিশ্চই এক নয়। কিন্তু, একজন নার্স হিসেবে সেই ভক্ত যা বললেন...
১৭ বছর আগে যেন ফিরে গেলেন সেই মেয়েটি। তখন সে ছোট হলেও এখন সে একটি হাসপাতালের ওটি নার্স। সে সোশ্যাল মিডিয়ায় ঋতাভরীর হাসপাতাল ডায়েরি থেকে একটি ছবি আপলোড করলেন। যাতে লিখলেন...
ছোটবেলায় যখন টিভি ছিলো না লোকের বাড়ি গিয়ে "ওগো বধূ সুন্দরী" দেখতাম ললিতা ঈশান এর কেমিষ্ট্রি দেখার জন্য.....আজ সেই ঋতাভরী চক্রবর্তীকে, OT তে একমাত্র সিস্টার আমি.....আমার সেই ক্রাশ আমার সামনে আমার হাত ধরে.....আর আমি মুগ্ধ ওনার ব্যবহারে....অজ্ঞান হবার আগে থেকে জ্ঞান আসার পরে মোটামুটি যে দেড় ঘণ্টা ওনার Case দিয়েছি তাতে বুঝেছি ওনার বিন্দুমাত্র সারল্যের অভাব নেই....আজকের এই সকাল টা আমি কোনও দিন ভুলবো না....তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ম্যাম। একজন ওটি টেকনোলজিস্ট হিসেবে গর্ব বোধ হচ্ছে।
আর এই ভক্তর সেই পোস্ট দেখে নিজেকে থামিয়ে রাখতে পারলেন না ঋতাভরী। সেটি শেয়ার করে বললেন...
"তোমরাই তো আসল হিরো। অনেক অনেক ভালবাসা। কঠিন সময়গুলোকে সহজেই স্বাভাবিক করে দাও। যদিও বলে রাখি, এই সেলফিটি তোলার সময় আমায় কোনরকম বিরক্ত সে করেনি। খুব বিনয়ের সঙ্গেই এসে অনুরোধ করেছে।"
উল্লেখ্য, সামনেই তাঁকে শিবপ্রসাদ এবং নন্দিতার নতুন ছবি বহুরূপী ছবিতে দেখা যেতে চলেছে। সেখানে ফের একবার আবির চট্টোপাধ্যায় এর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি।