New Update
/indian-express-bangla/media/media_files/2025/04/03/EBELKOW7dYqk4Qpn3oAn.jpg)
Ritabhari: কী এমন করেন তিনি যে... Photograph: (ফেসবুক )
Ritabhari Chakraborty: সুমিতের সঙ্গে সম্পর্ক বেশ কিছুবছর গড়িয়েছে। এখন তো সকলের সঙ্গেই প্রেমের নানা গল্প ভাগ করে নিয়েছেন। কিন্তু, রাগের বশে প্রেমিকের সঙ্গে যাই করেন না কেন…
Ritabhari: কী এমন করেন তিনি যে... Photograph: (ফেসবুক )
Ritabhari Chakraborty Relationship: প্রেমিকের সঙ্গে একটু আধটু মান ভঞ্জন না হলে হয়? প্রেমে থাকলে ঝগড়া হওয়া খুব স্বাভাবিক। কিন্তু, সেই ঝগড়া ভূলে এগিয়ে যাওয়া আরও স্বাভাবিক। আর নতুন নতুন প্রেমে তো রাগারাগি একটু অনুনয় বিনয় হতেই পারে। অভিনেত্রী, ঋতাভরীর জীবনেও সেই ঘটনা নতুন না। তাই তো, এবার তিনি সমাজ মাধ্যমে এমন কিছু লিখলেন, কিংবা বলা উচিত দেখালেন...
সুমিতের সঙ্গে সম্পর্ক বেশ কিছুবছর গড়িয়েছে। এখন তো সকলের সঙ্গেই প্রেমের নানা গল্প ভাগ করে নিয়েছেন। কিন্তু, রাগের বশে প্রেমিকের সঙ্গে যাই করেন না, পরে তাঁর রাগ ভাঙাতে মোটেই ভুল হয় না তাঁর। এবং তখন তিনি কী করেন? অভিনেত্রী নিজের সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই তাঁকে দেখা গেল নিজের কিছু স্বীকারোক্তি নিয়ে কথা বলতে। ব্যাকগ্রাউন্ডে গান বাজছে। আর অভিনেত্রী...?
তিনি ভিডিও পোস্ট করেই দেখালেন যে ভয়ঙ্কর ঝামেলা হওয়ার একঘন্টা হওয়ার পর তিনি কী কাণ্ড করেন। তখন নাকি তিনি এমন সব হাবভাব করেন যেগুলোকে এককথায় কিউট হিসেবেই বর্ণনা করা যায়। তিনি বারবার চোখের পাতা ফেলে তাঁকে মানানোর চেষ্টা করেন। তখন তাঁর আচরণ ঠিক এমন থাকে, যেন কিছুই হয়নি। বারবার মুচকি হেসে তাঁর মন ভাল করার চেষ্টা করেন তিনি। সেই ভিডিওতে তিনি শুধু নিজের ভাবভঙ্গি করলেন না। বরং, তাতে লিখলেন...
আমি এভাবেই ওর সঙ্গে ভয়ঙ্কর ঝগড়া হওয়ার কয়েক ঘণ্টা পর তাকিয়ে থাকি। সবাই শুনে রাখো, এটাই আসল সত্যি। আমি ঠিক এটাই করি। কেউ কেউ তাঁর কথা শুনে হাসলেন। আবার কেউ কেউ বললেন, এরম করলে কেউ রাগ করে থাকতে পারে? আবার কারওর কথায়, মুচকি হাসলে আর কিছু করার আছে কি?
প্রসঙ্গে, বর্তমানে তিনি ব্যস্ত শাখা প্রশাখা ছবির শুটিংয়ে। গত বছর বহুরূপী ছবির মাধ্যমে তিনি দারুণ মন জয় করেছিলেন। এখানেই শেষ না। তিনি মৈনাক ভৌমিকের বাৎসরিক ছবিতেও অভিনয় করছেন। যেখানে শতাব্দী রায়ের সঙ্গে প্রথমবারের মতো তিনি কাজ করেছেন।