Ritabhari Chakraborty: 'মেয়েরাই মেয়েদের শত্রু যে...', শুভশ্রীকে নিয়ে বড় কথা বলে ফেললেন ঋতাভরী

Ritabhari - Shubhasree: অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় দুজনেই আবারও প্রমাণ করলেন যে কিভাবে নায়িকাদের মধ্যে বন্ধুত্ব হয়। নিজের ব্যস্ত শিডিউলের থেকে সময় বের করে

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Ritabhari Chakraborty shared how shubhashree Ganguly managed to visit her programme

Ritabhari-Subhashree: দুই নায়িকাকে কী নিয়ে আলোচনা করতে দেখা গেল? Photograph: (Instagram)

Ritabhari Chakraborty-Subhashree Ganguly: ইন্ডাস্ট্রিতে একসময় ক্যাটফাইট শোনা যেত। নায়িকারা যে একে অপরকে সহ্য করতে পারেন না, এমন গল্প অনেক আছে। কিন্তু বর্তমানে সেই চিত্র পাল্টে গিয়েছে। একটা ছবিতে দুই তিনজন নায়িকা থাকা কিংবা তাঁদের মধ্যে বন্ধুত্ব থাকা নেহতাই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এবং তাঁরা বারবার প্রমাণ করছেন যে মেয়েদের মধ্যেও বন্ধুত্ব হয়।

Advertisment

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় দুজনেই আবারও প্রমাণ করলেন যে কিভাবে নায়িকাদের মধ্যে বন্ধুত্ব হয়। গতকাল, শুভশ্রীর ইন্ডাস্ট্রিতে ১৮ বছর পূর্ণ উপলক্ষে একটি ফ্যান মিটের আয়োজন করা হয়েছিল। সেখানে বেশ ব্যস্ত ছিলেন অভিনেত্রী। প্রচুর মানুষের সঙ্গে দেখা করেছেন তিনি। তাঁদের সঙ্গে গল্পের পাশাপাশি, এও দেখা গিয়েছে অনেকের সমস্যা শুনেছেন তিনি। লাল রঙের পোশাকে তাঁকে দেখা গিয়েছিল। কিন্তু সেই মানুষ ব্যস্ততা ছেড়ে হাজির হয়েছিলেন ঋতাভরীর অনুষ্ঠানে।

গতকাল তাঁর ক্যালেন্ডার লঞ্চ অনুষ্ঠানে গিয়েছিলেন শুভশ্রী।  নিজের ব্যস্ত শিডিউলের থেকে সময় বের করে নিয়েছিলেন তিনি। সেই প্রসঙ্গেই যেখানে একজন নায়িকা আরেক নায়িকার পাশে দাঁড়িয়েছেন ঋতাভরী বললেন, "সত্যিই সত্যি আমাদের দুজনের মধ্যে মিউচুয়াল একটা ভালবাসা থেকে বন্ধুত্ব আছে। তাই, যারা বলে যে মেয়েরা মেয়েদের খারাপ চায়, নায়িকারা কোনোদিন বন্ধু হয় না, এটা আজকে তাঁদের কাছে আমাদের প্রমাণ। দুজনে দুজনের প্রতি এত সুন্দর একটা ভালবাসা রেখে আমরা চলি।"

Advertisment

এবং ঋতাভরীর সঙ্গে সঙ্গে সব কথায় সায় দিলেন শুভশ্রী নিজেও। তিনিও বারবার বললেন, যেকথা বহুরূপী অভিনেত্রী বলছেন, সবটাই সঠিক। যারা বলেন যে মেয়েরা মেয়েদের বন্ধু হয় না, তাঁরা মিথ্যে বলেন। ঋতাভরীর কথায়, আজকের দিনটা একটা বড় প্রমাণ, যে মেয়েরা মেয়েদের সাপোর্ট করে। তাঁরা চায় পরস্পরের পাশে থাকতে। আমরা দুজনেই চাই পরস্পর যেন ভাল কাজ করে। আর শুভশ্রী যে সবটা সামলে, নিজের ব্যস্ততা কাটিয়ে এখানে এসেছে এটাই আমার কাছে বড় পাওয়া।

এরপরই শুভশ্রী ঋতাভরীর কাজ নিয়ে প্রশংসা করেন। এত ভাল ভাল কাজ করছেন অভিনেত্রী, তাঁর সঙ্গে সবকিছু সামলে নিচ্ছেন, সেকথাও জানান রাজ ঘরণী।

Actress Ritabhari Subhashree Ganguly Ritabhari Chakraborty