/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/ritaa.jpg)
ঋতাভরীর বেড়ে ওঠা
ঋতাভরী ও চিত্রাঙ্গদা... দুই মেয়েকেই বেশ অন্যরকমভাবে বড় করে তুলেছেন শতরূপা স্যানাল। বাবা উৎপলেন্দুর সঙ্গে মায়ের দীর্ঘদিনের বিচ্ছেদ, সেভাবে তাঁকে কাছেও পাননি তাঁরা। মায়ের সঙ্গেই বড় হয়েছেন তাঁরা। মাঝে মধ্যেই তিনি কলম ধরেন। সামাজিক বিষয়ে নানা কথা লেখেন, এবার দুই মেয়েকে সঙ্গে নিয়েই যে জোরালো সংগ্রাম তাঁর কথা বললেন..
মেয়েদের বড় করেছেন। তাঁদের মানুষের মত মানুষ করেছেন। বড় মেয়ের বিয়ে দিয়েছেন। একা হাতে সবটাই সামলেছেন। ঘটেছে অনেক বিরুদ্ধাচরণ। সঙ্গ ছেড়েছেন অনেক মানুষ। কিন্তু দুই মেয়ের মুখের দিকে চেয়েই তিনি এগিয়ে গিয়েছেন। এবার, সেই দুই ফুলকে নিয়ে এক কবিতা লিখে ফেলেছেন তিনি। কোলে দুই মেয়ে। একদম ছোট্ট ঋতাভরী। তাঁর পক্ষে তখন কিছুই বোঝা সম্ভব না।
ঋতাভরীর মা লিখছেন...
"কঠিন লড়াই সামনে জেনেও, পাইনি তো ভয়
তখন ছিল কঠিন সময়, অমোঘ সময়।
তোমরা যারা বলতে তখন , পারবিনা তুই
হারবি এ সব লড়াই-যুদ্ধে শুধু শুধুই!
বরং ভালো , আপোষ করা, নীরব থাকা
সব প্রতিবাদ মনের মধ্যে গুমরে রাখা!
আজকে তোমরা বলছ, এতো জানতো সবাই
জিতবে যে তোর হার না মানার প্রতিজ্ঞাটাই!
ধর্মযুদ্ধে যে লড়ে, তার কষ্ট তো ঢের
তাই তো পৃষ্ঠা উল্টিয়ে দেয় ইতিহাসের!
আজও আমার মন টলেনা প্রশংসাতে
আমার গতির স্টিয়ারিং আজ আমার হাতে!
আমড়াগাছি ,চাপড়ানো পিঠ , থাকবে সবই
যখন ঘটে চোখের সামনে অসম্ভবই!"
মেয়েদের সঙ্গে নিয়ে প্রতিদিন লড়াই করেছেন। শুধু তাই নয়, একজন মায়ের সঙ্গে যা যা হয়ে থাকে সমাজে, সেসবই সহ্য করেছেন তিনি। তিনজনের সংসারে কোনোদিন কিছুই তাঁদের গোপন ছিল না। ভীষণ কাছের হয়েই সময় কাটিয়েছে তাঁরা।
এদিকে, মায়ের এই পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিটির সঙ্গে তিনি লিখলেন, চিনতে পারো? প্রসঙ্গত, কিছুদিন আগেই হঠাৎ করেই তিনি জানালেন মা হতে চলেছেন। সেই নিয়েও জোরালো চর্চা। তারপরের দিন সাসপেন্স না রেখেই দিলেন আসল খবর। নিজের প্রথম সিরিজ নিয়ে আসতে চলেছেন তিনি। নতুন কাজ, বেশ উত্তেজিত অভিনেত্রী।