Advertisment

Actress Ri: বাংলাদেশে কাজ করতে গিয়ে হেনস্থার শিকার! প্রাপ্য টাকা চেয়েই জটিল ফ্যাসাদে অভিনেত্রী ঋ

Rituparna sen : লক্ষ লক্ষ টাকা! প্রাপ্য পারিশ্রমিক চাইতেই ঋ যা শুনলেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Actress rii shared why she not getting married tollywood entertainment news

Rii sen- ঋ কেন বিয়ে করলেন না?

Ritu Parna Sen: অভিনেত্রী ঋ সেন এবার বিপাকে। বাংলাদেশে কাজ করে পারিশ্রমিক পাননি অভিনেত্রী। অগত্যা সাহায্য চাইলেন সোশ্যাল মিডিয়ায়। কী ঘটেছে আসলে?

Advertisment

বরাবরই স্পষ্টবক্তা তিনি। সোজা কথা সহজ করে বলতে ভালবাসেন। আর এবার যেন উপায় না পেয়ে নিজের কথা জানালেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখছেন.. "আমি বাংলাদেশের প্রযোজকের কাছ থেকে চূড়ান্ত অবমাননা সহ্য করেছি। ঢাকায় আমি ছবিটি সম্পূর্ন করেছি। কিন্তু, শেষ একমাস ধরে সে আমার পেমেন্ট দিচ্ছে না। আমায় কেউ সাহায্য করতে পারবেন ঢাকায় যিনি থাকেন? এই লোকটাকে গ্রেফতার করা উচিত। আমি সকলের সামনে আনতে পারি এই ছবির প্রতিটা মানুষকে।

রীতিমতো মানসিক কষ্ট সহ্য করেছেন তিনি। একমাস অপেক্ষা করেছেন। ধৈর্য হারিয়েই তারপর আসল কথা তিনি লেখেন। ক্ষোভ উগরে একটি সংবাদমাধ্যমে তিনি বলেন...

মাস দুয়েক হতে চলল। প্রায় তিন লাখ টাকা পাই। আমার কাছে এটা বিরাট টাকা। অনেক দিন ধরে বসে আছি। প্রযোজককে ফোন করছি। তিনি ফোন তুলছেন না। যোগাযোগ করছেন না। আমার একটাই জিনিস ঘুরছে মাথায়, যে টাকা পাব তো? আমি যখন প্রযোজনা সংস্থার সঙ্গে কথা বলি, খুব খারাপ ব্যবহার করা হয়। বলা হয়, কেন টাকা চাইছি! সেই দুঃখ থেকেই ফেসবুকে লেখা।

অভিনেত্রীকে সঙ্গ দিয়েছেন তার ঢাকার কাছের মানুষরা। ফেসবুকের পাতায় লেখার পর প্রযোজক টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অভিনেত্রী বলেন, "টাকা পাঠানো নিয়ে সমস্যা। বুঝতে পারছি না, যে কোথায় সমস্যা হচ্ছে। এর আগে শ্রীলঙ্কায় কাজ করেছি। কিন্তু সমস্যা হয়নি। বাংলাদেশে কাজ করতে গিয়ে এত খারাপ অভিজ্ঞতা হল, জানি না কী করা উচিত। তবে, শিক্ষা হয়েছে। আর টাকায় যাতে আদান প্রদান না হয় সেটা দেখব।"

tollywood Rituparna Entertainment News
Advertisment