Advertisment

Rituparna Sengupta-Women Assault: 'ছেলেদের শেখান, ওরা যেন সীমা অতিক্রম না করে...', স্পর্শ নিয়ে বড় বার্তা ঋতুপর্ণার

Rituparna Sengupta on good bad touch: সারা রাজ্য তোলপাড় মেয়েদের সুরক্ষার বিচার চেয়ে। তারকারা পথে নেমেছেন নিজেদের দাবি রাখতে। তাঁর থেকেও বড় কথা, নানাভাবে প্রতিবাদ করছেন তারা। ঋতুপর্ণা এর মাঝেই বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Rituparna Sengupta on good touch bad touch amid RG kar medical College rape case tollywood entertainment news

Rituparna on Good-bad Touch: স্পর্শ নিয়ে বড় কথা ঋতুর



Rituparna Sengupta on good touch bad touch: অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত প্রথম দিন থেকেই আওয়াজ তুলেছেন আর জি করের নারকীয় ঘটনার প্রতিবাদে। যদিও বা শুরুর দিকে জাস্টিস পেতে শঙ্খ বাজিয়ে ট্রোল হন তিনি। কিন্তু পিছিয়ে যাননি। বরং, বারংবার প্রতিবাদ করেছেন।

Advertisment

রাজ্যে জুনিয়র ডাক্তারের মৃত্যুর পর থেকেই নারী নিরাপত্তা তলানিতে। মেয়েরা রাস্তায় কিংবা কর্মক্ষেত্রে কোথাও সুরক্ষিত না। তাই তো, আজ পথে নেমে তাঁরা দাবি করছেন নিজেদের অধিকারের। সুরক্ষা দাবি করে তাদের রাস্তায় রাত দখল করতে হচ্ছে। আর এর মধ্যে ঋতুপর্ণা সেনগুপ্ত জানালেন গুড টাচ এবং ব্যাড টাচ নিয়ে।

বর্তমানে মেয়েদের ভাল স্পর্শ এবং খারাপ স্পর্শ নিয়ে শেখানোর প্রচেষ্টা শুরু হয়েছে। ছোট ছোট মেয়েদের পুরুষদের থেকে নিরাপত্তায় রাখার জন্যই মায়েরা এসব শেখাচ্ছেন। শরীরের কোন অংশে কীভাবে স্পর্শ করলে সেটা গুড টাচ এবং কোনটা ব্যাড টাচ - এই নিয়েও সতর্ক বার্তা ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। ঋতুপর্ণা নিজেও সহমত। কারণ, তিনিও একজন মা। তাই তো এই সমস্যা ভাল মত বোঝেন।

কী বলছেন ঋতু? 

অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেন, "আজকাল অনেক স্কুলেই গুড টাচ এবং ব্যাড টাচ শেখানো হচ্ছে। এটা সর্বত্র দেওয়া জরুরি। ছেলেদের ও কিন্তু শেখানো উচিত, যে ওদের কী করা উচিত, কোনটা ঠিক কোনটা ভুল সেটা জানাতে হবে। কী করলে ওরা সম্মানের সঙ্গে বাঁচতে পারবে, সেটা শেখানো উচিত।" অভিনেত্রী এখানেই থামলেন না। ছেলেদের প্রসঙ্গে আরও বলেন...

"মহিলাদের কী করে সম্মান করা উচিত, এটা ছেলেদের শেখানো উচিত। ছেলেদের বোঝানো উচিত ওরা যেন সীমা অতিক্রম না করে। কোনটা উচিত, কোনটা অনুচিৎ এসবের শিক্ষা এখন থেকে না হলে, খুব মুশকিল। ছেলে মেয়ে নির্বিশেষে কিন্তু কিছু গণ্ডি বোঝা উচিত।" অভিনেত্রী সন্তানের মা হিসেবে অনেকটাই কনসার্ন। তাই তো, সাবধান হওয়ার কথা প্রকাশ্যে জানালেন তিনি।

উল্লেখ্য, অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে দুটি ব্লকবাস্টার হিট ছবি দাবাড়ু এবং অযোগ্যতে।

tollywood Tollywood Actress entertainment rituparna sengupta Entertainment News
Advertisment