Advertisment
Presenting Partner
Desktop GIF

Rituparna Sengupta: কে এটা শিল্পার সামনে? অপমান সহ্য না করেই ঋতুপর্ণা দিলেন কড়া জবাব..

Rituparna - Shilpa encounter: শিল্পার কাজে বাঁধা দিয়েছিলেন। ঋতুপর্নাকে ঘিরে বিতর্ক উঠতেই অভিনেত্রী নিজের বুদ্ধিতেই মাত করলেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Rituparna Sengupta Shilpa Shetty controversy bollywood entertainment news

Rituparna sengupta-shilpa shetty: দুজনের মধ্যে কি তবে কঠিন পরিস্থিতি?

কিছুদিন ধরেই বেশ বিতর্কে ঋতুপর্ণা সেনগুপ্ত। এবং তাঁর একটাই কারণ। বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির ( Shilpa Shetty ) ছবি তোলায় ব্যাঘাত ঘটানোয় নানা মন্তব্য। যারা ঋতুপর্ণাকে ( Rituparna Sengupta ) চেনেন না তাদের মন্তব্য ঠিক এমন ছিল - হঠাৎ করে কে একজন শিল্পার সামনে দিয়ে চলে গেলেন।

Advertisment

কিন্তু বাংলার মানুষ, তাঁকে ছাড়বার পাত্র না। কেউ কেউ ভুল শুধরে দিয়েই বলেছিলেন, উনি যে কেউ না। বরং উনার একটা জাতীয় পুরস্কার আছে যেটা শিল্পার নেই। কিন্তু, এবার ঋতুপর্ণা নিজেই যেন দেখালেন আসলে কী ঘটেছে। শিল্পার সঙ্গে তাঁর কোনও শত্রুতা আছে কিনা সেই নিয়েও প্রশ্ন উঠছিল।

ঋতুপর্ণাকে মুম্বাইয়ে অনেকেই চেনেন। আর সেখানে এক বিশেষ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী। এবং শিল্পার আমন্ত্রণও একই অনুষ্ঠানে ছিল। তবে, দুজনের মধ্যে কোনওরকম বাদানুবাদ নেই। বরং একসঙ্গে ছবি তুললেন তারা। এবং সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করলেন। আর এই ছবি দেখার পরই মন্তব্যের ঝড় উঠল সোশ্যালে।

কেউ বললেন, মানুষের উদ্দেশ্যে একটা সঠিক পোস্ট। কতকিছু লোকে বলল তোমাকে। আবার কেউ বললেন, মহানায়িকা ঋতুপর্ণার পাশে একটা নায়িকা। আবার কারওর কথায়, সমস্ত বিতর্ক শেষ করে দিল। আবার কেউ বললেন, ছবিটা দরকার ছিল। প্রসঙ্গ উঠল ঋতুপর্ণাকে ফালতু বলা ঘিরেও।

উল্লেখ্য, টলিপাড়ার পাশাপাশি নিজের অভিনয়ের জন্য ঋতুপর্ণা বেশ জনপ্রিয়। বর্তমানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর সঙ্গে অযোগ্য ছবির কাজে ব্যস্ত তিনি। আবারও অনেকদিন পর তারা কাজ করছেন একসঙ্গে।

tollywood Shilpa Shetty bollywood rituparna sengupta Entertainment News
Advertisment