করোনায় আক্রান্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। বর্তমানে সিঙ্গাপুরে নিভৃতাবাসে রয়েছেন তিনি বলেই জানা গিয়েছে। সোমবার রাতেই নিজের সোশ্যাল মাধ্যমে একথা জানিয়েছেন ঋতুপর্ণা।
অভিনেত্রী জানিয়েছেন, করোনায় (Covid-19) আক্রান্ত হলেও তাঁর শারীরিক পরিস্থিতি আপাতত ভালই রয়েছে। কোনওরকম কোভিড উপসর্গ নেই তাঁর। চিকিৎসকের পরামর্শ মেনেই হোম আইসোলেশনে রয়েছেন। ওষুধ খাচ্ছেন। পাশাপাশি সমস্তরকম সুরক্ষাবিধিই মেনে চলছেন।
ঋতুপর্ণার মন্তব্য, "আমি আপাতত সিঙ্গাপুরের এক রিকভারি সেন্টারে আইসোলেশনে রয়েছি। চিন্তার কোনও কারণ নেই। আমার পরিবার এবং বাড়ির সব কর্মীরাও সুরক্ষিত রয়েছেন। সবাই সুস্থ থাকবেন। আপনাদের প্রার্থনা এবং শুভকামনার জন্য অনুরাগীদের অসংখ্য ধন্যবাদ।" তবে কীভাবে ঋতুপর্ণা সেনগুপ্ত সংক্রামিত হলেন? সেই প্রশ্ন তো আসেই। উল্লেখ্য, উত্তরাখণ্ড থেকে ‘অন্তর্দৃষ্টি’র শুটিং শেষ করে ফিরে আবার কলকাতা এবং শহরতলীতে পরিচালক রঞ্জন ঘোষের ‘মহিষাসুরমর্দিনীর কাজ করছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ওদিকে, ভ্যাকসিন বেরলেও করোনার দাপট এখনও কমেনি। তবে, সেটে যাবতীয় সুরক্ষাবিধি মানা হয়েছিল। ফলে, সেখান থেকে সংক্রামিত হওয়ার কোনও সুযোগই নেই। ঘনিষ্ঠ মহলের অনুমান, সিঙ্গাপুরে বিমানে যাতায়াতের সময়ই কোনওভাবে তাঁর শরীরে করোনা ভাইরাস বাসা বাঁধে।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই ঋতুপর্ণার ‘অন্তর্দৃষ্টি’ সহ-অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে আপাতত তিনি সুস্থ হয়ে উঠেছেন। উল্লেখ্য, দেশে করোনার দ্বিতীয় ঢেউ আসলেও শুটিংয়ের কাজ শুরু হয়েছে নতুন করে। বলিউড থেকে শুরু করে টলিউডেও প্রায় নিত্যদিনই কোনও না কোনও শিল্পীর শরীরে করোনার উপরস্থিতি ধরা পড়ছে। দিন কয়েক আগেই জানা গিয়েছিল যে, রণবীর কাপুর, সঞ্জয় লীলা বনশালি কোভিড পজিটিভ। এরপর তারা সুতারিয়ার শরীরেও করোনার উপস্থিতি ধরা পড়ে। এবার টলিউডে প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের শরীরেরও থাবা বসাল করোনা।