scorecardresearch

‘ভীমরতি হয়েছে নাকি?’ গরমে টু-পিসে ঋতুপর্ণা, তেড়ে এলেন অনুরাগীরা

অভিনেত্রীকে দেখে মিশ্র প্রতিক্রিয়া ভক্তদের, তাঁরা বলছেন…

rituparna sengupta trolled for wearing pink bikini
ঋতুপর্ণার বিট দ্যা হিট

গরমে নাজেহাল অবস্থা, এই অত্যাচার থেকে তারকারাই বা কী করে বাদ যান? বিট দ্যা হিট… এই বলেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন ঋতুপর্ণা, তারপর?

দীর্ঘদিন ধরে দর্শকদের মনোরঞ্জন করছেন সকলের প্রিয় ঋতু। একাধিক ছবি, একসময় বাংলা কমার্শিয়াল ছবির একচেটিয়া নায়িকা তিনি। দিয়েছেন অসংখ্য হিট। কিন্তু তারপরেও ট্রোল যেন পিছু ছাড়ে না তাঁদের। আজ সকালে গোলাপি রঙের একটি টু-পিস পড়া ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। পরমুহূর্তেই যাচ্ছেতাই মন্তব্যে ছারখার তিনি।

‘বুড়ো বয়সে ভীমরতি? সবকিছুর একটা সীমা আছে!’… সোশ্যাল মিডিয়ায় অস্রাব্য কথাবার্তা অভিনেত্রীকে ঘিরে। বেশীরভাগের মন্তব্য, বয়সোচিত আচরণ করছেন না ঋতুপর্ণা? আবার কেউ কেউ অভিনেত্রীকে দেখে তাঁর সাহসিকতার প্রশংসা করেছেন। এই বয়সেও যে নিজেকে ফিট রেখেছেন তাকেও কুর্নিশ জানিয়েছেন ভক্তরা।

ট্রোলিং এই নিয়ে নতুন ঘটনা নয়। তারকাদের নিয়ে সবসময় কাঁটাছেড়া করা হয়, তাঁদেরকে নিয়মিত সমালোচনার মুখে পরতে হয়, এই নিয়েও নানা সময় প্রতীবাদ করেছেন অনেকেই। কিন্তু লাভের লাভ আদৌ হয়েছে কিনা এই নিয়ে সন্দেহ রয়েই যায়।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Rituparna sengupta trolled for wearing pink bikini