Rituparna Sengupta trolled: পেটে বালিশ বেঁধে নাচছেন ঋতুপর্ণা? 'এই বয়সে মানায় না..', অভিনেত্রীর বয়স তুলে কটাক্ষ...

Rituparna Sengupta news : ঋতুপর্ণা নিজে তাঁর নাচের জন্যও জনপ্রিয়। টলিউডে যে নায়িকারা রয়েছেন তাঁদের মধ্যে তিনি অন্যতম। কিন্তু, তাঁর নাচ নিয়ে যে এহেন কটাক্ষ করা হবে সেটা যেন ভাবতেও পারছেন না অনেকে….

Rituparna Sengupta news : ঋতুপর্ণা নিজে তাঁর নাচের জন্যও জনপ্রিয়। টলিউডে যে নায়িকারা রয়েছেন তাঁদের মধ্যে তিনি অন্যতম। কিন্তু, তাঁর নাচ নিয়ে যে এহেন কটাক্ষ করা হবে সেটা যেন ভাবতেও পারছেন না অনেকে….

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rituparna trolled

Rituparna Trolled: কেন ট্রোল হলেন ঋতুপর্ণা?

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, যাকে নিয়ে সবসময় আলোচনা হতেই থাকে, এবার ফের একবার সমালোচনার মুখোমুখি অভিনেত্রী। তিনি কী এমন করলেন যাতে করে আবারও ট্রোল হতে হল তাঁকে? ঋতুপর্ণাকে দেখা গেল...

Advertisment

গোলাপী রঙের একটি পোশাক। ঋতুপর্ণাকে দেখা গেল স্টেজে তিনি পারফর্ম করছেন। জানা গিয়েছে, অভিনেত্রী তাঁর জন্মদিনের দিন সেই পারফরমেন্স দিয়েছেন। কিন্তু, যে পোশাকটি পড়েছেন তাঁর সঙ্গে একটি স্কিন রঙের টাইট পড়েছেন। যেটিকে নাকি দেখতে অদ্ভুত বলেই বেশিরভাগ দাবি করেছেন।

ঋতুপর্ণা নিজে তাঁর নাচের জন্যও জনপ্রিয়। টলিউডে যে নায়িকারা রয়েছেন তাঁদের মধ্যে তিনি অন্যতম। কিন্তু, তাঁর নাচ নিয়ে যে এহেন কটাক্ষ করা হবে সেটা যেন ভাবতেও পারছেন না অনেকে। যে ঋতুপর্ণাকে দুর্গা হিসেবে অনেকেই পছন্দ করেছেন এবার তাঁর নাচ দেখে তাঁরা কটাক্ষ করেছেন।

Advertisment

কেউ বললেন, পেটে বালিশ বেঁধে নাচার কী আছে? আবার কেউ বললেন, আমি জানি সবাই পেটের দিকে তাকিয়ে ভুলভাল বলবে। কারওর কথায়, এটা যদি নাচ হয় তাহলে আমি মাধুরী। আবার কেউ মজা করে বললেন, শঙ্খ নিয়ে নাচলেন না কেন? কেউ তো আবার স্পষ্ট বললেন, খুবই বাজে সবকিছু। সেটা নাচ হোক বা পোশাক। উনি ভুলে গিয়েছে সবকিছু সবাইকে মানায় না।

যদিও, একথা অজানা নয় আরজি কর আন্দোলনে শ্যামবাজারে অংশ নিতে গিয়েছিলেন। সেখানে তাঁকে ধিক্কার , গো ব্যাক স্লোগান দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় বাকিরা। তারপর, যদিও বা অনেকে পাশে দাঁড়িয়েছিলেন আবার অনেকেই ঋতুপর্ণার নিন্দা করেছিলেন। কেউ বলেছিলেন, শঙ্খ বাজানো তাঁর কাল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু, ইন্ডাস্ট্রিতে তাঁর জুড়ি মেলা ভার।

আবার আজ তিনি একটি পোস্ট করেছেন, যেখানে  দেখা যাচ্ছে অভিনেত্রী ক্যান্সার পেশেন্টদের সঙ্গে নিজের জন্মদিন পালন করেছেন। সেখানে তিনি কেক কাটেন, এবং বাচ্চাদের সঙ্গে মুহূর্ত কাটিয়েছেন।

 

tollywood rituparna sengupta Tollywood Actress