/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/RITUPARNA-759.jpg)
নিজের ভবিষ্যতের হিরো নির্বাচন করেছেন ঋতুপর্ণা নিজেই। ফোটো- অগ্নিদেবের টুইটার সৌজন্যে
নিজের ভবিষ্যতের হিরো নির্বাচন করে ফেলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সেই নায়ককে কোলে নিয়ে ছবিও তুলেছেন নায়িকা। অবাক লাগছে তো? একথা কিন্তু স্বয়ং ঋতুপর্ণাই জানিয়েছেন। শিশুটিকে কোলে নিয়ে সহাস্য মুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন ঋতু। সেই ছবিই সোশালে পোস্ট করেছেন অগ্নিদেব চট্টোপাধ্যায়।
সুদীপা ও অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ছেলে আদিদেবকে নিয়েই এমন মন্তব্য করেছেন ঋতুপর্ণা। আর ছবি সোশালে আসার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল।
@RituparnaSpeaks with her future hero #Aadidev ???? @sudiparannaghorpic.twitter.com/potmYSwWUY
— Agnidev Chatterjee (@TheAgnidev) February 24, 2019
আরও পড়ুন, ‘বসু পরিবার’ সামলাবেন সৌমিত্র-অপর্ণা
২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। ২০০৮ সালে 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে' ধারাবাহিকে কাজ করেছিলেন তাঁরা, শুরুটা সেখানেই। গত বছর ১৬ নভেম্বর ভাগীরথী নেওটিয়া হাসপাতাল থেকে সন্তানকে নিয়ে বাড়ি ফিরেছিলেন সুদীপা। সন্তানের জন্মের পর থেকেই টুইটারে শুভেচ্ছা উপচে পড়ছিল। ঋতুপর্ণা থেকে শুরু করে টলিউডের রথি-মহারথিরা শুভেচ্ছা জানিয়েছিলেন সুদীপা চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও কোলে চড়ে বসেছে আদি।
View this post on InstagramAadi gets blessings from d Man who has become d ‘Industry’ to us..
A post shared by Sudipa Chatterjee (@sudiparrannaghor) on
২০১৮ তে জনপ্রিয় টেলিভিশন শো 'রান্নাঘর' থেকে বিরতি নেন সুদীপা চট্টোপাধ্যায়। তখনই শোরগোল পড়েছিল, কেন ছাড়লেন এই শো। রহস্যের সমাধান হয়েছিল কিছুদিন পরে তাঁর সন্তান সম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসাতে।